Home খেলা Can Dhoni play 2025 IPL:আইপিএলে কি খেলার সুযোগ থাকছে মহেন্দ্র সিংহ ধোনির?

Can Dhoni play 2025 IPL:আইপিএলে কি খেলার সুযোগ থাকছে মহেন্দ্র সিংহ ধোনির?

46
0
Can Dhoni play 2025 IPL
মহেন্দ্র সিংহ ধোনির

মহেন্দ্র সিংহ ধোনি ২০২৫ আইপিএল খেলবেন কি না (Can Dhoni play 2025 IPL)

ভারতীয় ক্রিকেট পাড়ায় কোটি টাকার প্রশ্ন মহেন্দ্র সিংহ ধোনি ২০২৫ আইপিএল খেলবেন কি না। চেন্নাই অধিনায়ক নিজের ভবিষ্যৎ নিয়ে তামুন মুখ না খুললেও আলোচনা থেমে নেই ক্রিকেট পাড়ায়। কদিন আগে শোনা গিয়েছিল, চেন্নাই কর্তৃপক্ষে সঙ্গে আলোচনা শুরু করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। আসন্ন আইপিএলে ধোনি খেলবেন কি না(Can Dhoni play 2025 IPL), সেটি অবশ্য নির্ভর করছে তার দল উপর। এবং টুর্নামেন্টের কিছু নিয়মে কী ধরনের পরিবর্তন আসছে সেটার উপর কিছুতা নিরভর করছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Can dhoni play 2025 ipl
ধোনি ২০২৫ আইপিএল খেলবেন কি

আইপিএল নিলামের আগে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার তালিকায় রাখা হবে বলে শোনা যাচ্ছে। যদিও আনক্যাপড ক্রিকেটার হচ্ছেন তারা, যারা দেশের জার্সিতে কখন খেলেননি। তাহলে ধোনি দীর্ঘদিন ভারতের হয়ে খেলার পরে তাকে কীভাবে এই ক্যাটাগরিতে ফেলা যেতে পারে? এসব প্রশ্ন নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়।

ধোনি কি 2025 আইপিএল খেলতে পারবেন?

এদিকে বিসিসিআই জানিয়েছে, তারা তাদের নিয়মের বাইরে কিছু করছে না। ২০০৮ সালের প্রথম আইপিএল শুরুর সময় থেকে যেসব নিয়ম ছিল, সেটা মেনেই তারা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। বিসিসিআই নিয়ম যা বলছে তাতে একজন ক্রিকেটার ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর যদি অবসর নেন। তাহলে তার অবসর নেওয়ার পর পাঁচ বছর কেটে গেলে, তাকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে গণ্য করা যেতে পারে। (আরও পরুনঃ আইপিএলের মিটিংয়ে শাহরুখের ব্যাপক ঝামেলা প্রীতির দলের সঙ্গে )

Can dhoni play 2025 ipl
Can dhoni play 2025 ipl:আইপিএলে কি খেলার সুযোগ থাকছে মহেন্দ্র সিংহ ধোনির? 3

আর তা যদি হয় তাহলে সিএসকের জন্যই বরং লাভ হবে। কারণ ভারত এবং চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করা ধোনিকে নিতে খুব বেশি খরচ করতে হবে না ফ্র্যাঞ্চাইজিটির। ২০২২ সালে সিএসকে ধোনিকে ১২ কোটি রুপিতে ধরে রেখেছিল। এবার তিনি আনক্যাপড ক্রিকেটারের তালিকায় থাকলে তাকে ধরে রাখতে সিএসকেকে খরচ করতে হবে মাত্র ৪ কোটি টাকা। (আরও পরুনঃ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস )

চেন্নাইয়ের সিইও কাশি বিশ্বনাথান জানিয়েছেন, ‘আমার এই বিষয়টাই কোনো ধারণাই নেই। আমরা কিন্তু এই বিষয়ে কোনো ধরনের অনুরোধ বিসিসিআইকে করিনি। এই বিষয়ে বলতে গিয়ে তারা নিজেরাই আমাদেরকে বলেছে যে তারা এই নিয়মটা রেখে দিতে চায়। যদিও তারা এই বিষয়ে জানিয়েছে যে এটা তারা করতে পারে। এখনও তাদের তরফে এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি। কারণ এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কারণ নিয়ম নীতি এই সবকিছুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here