Home চাকরি West Bengal Police Job 2024:রাজ্য পুলিশের কর্মী নিয়োগ, পদ ও বেতন সম্পর্কে...

West Bengal Police Job 2024:রাজ্য পুলিশের কর্মী নিয়োগ, পদ ও বেতন সম্পর্কে জানুন!

62
0
West Bengal Police Job 2024
West Bengal Police Job 2024:সুখবর পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন করে আবার বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের সব পান্তে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে, অনলাইন আবেদন জমা নেওয়া ইতিমধ্যেই শুরু করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরে। আপনি ইচ্ছুক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন করতে পরেন।

আগ্রহী প্রার্থীদের জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট থেকে প্রকাশিত নোটিশে সর্ত আনুসারে, নিয়োগ করা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার ও সিস্টেম এডমিনিস্ট্রেটর পদে। উক্ত পদে যোগ্য প্রার্থীদের চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। (আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশিত! অনলাইনে ডাউনলোডের সহজ পদ্ধতি দেখুন !)

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সিস্টেম এডমিনিস্ট্রেটর পদে প্রার্থীর মাসিক বেতন?

সিস্টেম এডমিনিস্ট্রেটর পদে চাকরিরত প্রার্থীর মাসিক বেতন:সিস্টেম এডমিনিস্ট্রেটর পদে চাকরিরত প্রার্থীর মাসিক বেতন 29 হাজার টাকা করে থাকবে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে, B.Tech/ B.E./ MCA/ M.Sc ও ই এম সিস্টেম/সার্ভারে L2 সার্টিফিকেশন- লিনাক্স বা সিস্টেম / সার্ভার – উইন্ডোজ এ সব বিষয়ে সাধারন জ্ঞান থাকা লাগবে।

Senior Software Developer পদে প্রার্থীর মাসিক বেতন ?

Senior Software Developer পদে প্রার্থীর মাসিক বেতন ?: Senior Software Developer পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন 40 হাজার টাকা করে দেওয়া হবে । এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদন করতে শিক্ষাগত ১স্ট ক্লাস MCA/M.sc/BE/B.Tech ইত্যাদি থাকলে হবে । এর পাশাপাশি উক্ত কাজের আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Software Developer পদে প্রার্থীর মাসিক বেতন ?

Software Developer পদে প্রার্থীর মাসিক বেতন ?: Software Developer পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন রয়েছে 33 থেকে 37 হাজার টাকা । এছাড়া এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে 1st Class MCA / M.Sc in IT / Computer Science ইত্যাদি। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাইনলোড করে দেখে নিন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধমে। এরজন্য আপনাকে wbpolice.gov.in এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 23/09/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্ব অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে নিন।

West Bengal Police Job Online Apply Link:- Apply

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here