West Bengal news:আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের নারী নির্যাতনের ঘটনা বাংলায়। মহিলাকে বিবস্ত করে রাস্তায় ছোটানোর অভিযোগ নন্দীগ্রামে।
পূর্ব মেদিনীপুর: আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের নারী নির্যাতনের শিকার বাংলায়। মহিলাকে বিবস্ত করে রাস্তায় ছোটানোর অভিযোগ নন্দীগ্রামে।
ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের গোকুলনগরে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ঘটনাটির ভিডিও ধারন করে, এর পর এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেন,‘কুণাল ঘোষ জানান, তৃণমূল করার জন্য নির্যাতিতা মহিলাকে নগ্ন করে ৩০০ মিটার ছোটানো হয়’। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ এই মহিলার উপর হামলায় করেন ২০ থেকে ৩০ জন,তারা সবাই এই ঘটনার সাথে যুক্ত ছিলেন।
নির্যাতিতার স্বামী এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন নন্দীগ্রাম থানায়। শুধু মহিলাকে নগ্ন করে দৌড় করানোই নয়, তাঁদের বাড়ি দুস্কৃতীরা ভাঙচুর করেন বলে অভিযোগ নির্যাতিতার স্বামীর । ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে। আহত মহিলা বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে জানিয়েছেন, রবিবার নন্দীগ্রামে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে এবং ঘটনার নিন্দা জানাতে একটি বিশেষ দল নন্দীগ্রামে রওনা হবে। এই দলে কুণাল ঘোষ ছাড়াও থাকবেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, মমতাবালা ঠাকুর, বিরবাহা হাঁসদা প্রমুখরা।