প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট। রাজ্যে আপার প্রাইমারির নিয়োগে সবুজ সংকেত হাইকোর্টের(Upper Primary Recruitment)। ১৪ হাজার ৫২টি শূন্যপদ পূরণে তৎপর হচ্ছে রাজ্য সরকার(Upper Primary Recruitment)।
Upper Primary Recruitment: দু’মাসের মধ্যে উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ
মেধা তালিকা থেকে বাদ ১ হাজার ৪৬৩ জন যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টির। স্বস্তি পেলেন হাজার হাজার চাকরিপ্রার্থী যুবক-যুবতি। চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটল। অর্থাৎ ১৪ হাজার ৫২ জনকে সুপারিশপত্র দিতে হবে বলে রায় দিল কলকাতা হাইকোর্টে। এর আগে কমিশন যে সকল প্রার্থীর নিয়োগ বাতিল হয়েছিল, তাঁদের আবার যুক্ত করে নতুন এক মেধাতালিকা প্রস্তুত করে সেটি প্রকাশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।এরপর এসএসসি (WBSSC) ২০২১ সালে জানায়, মেধাতালিকা থেকে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১৪৬৩ জন পরীক্ষার্থী হাইকোর্টে একাধিক মামলা করেন।