Tollywood Actress: সাদা-কালো এই ছবিতে একজন মহিলা বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন, ক্যামেরার দিকে পিছন করে। তাঁর মাখনের মতো মসৃণ পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে, এবং সাদা চাদর জড়িয়ে এক হাতে চুল সামলাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। যদিও তাঁর জনপ্রিয়তা টেলিভিশন এবং বড়পর্দাতেও ক্রমশ বাড়ছে। সিঙ্গল মাদার হিসেবে এই অভিনেত্রী কোনও টলিউড অভিনেত্রীর চেয়ে কম কিছু নন। এখন তো সবাই নিশ্চয়ই বুঝে গেছেন, এখানে কথা হচ্ছে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি হিসেবে পরিচিতি মিলেছে, তবে তাঁর নিজের অভিনয়ও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার তিনি একেবারে বোল্ড অবতারে ধরা পড়লেন। প্রকৃতির মাঝে একটি খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে, সাদা চাদর ছাড়া আর কোনো পোশাক পরিহিত না অবস্থায় রয়েছেন দেবশ্রী। যদিও ক্যামেরার দিকে তাঁর পিঠ, কিন্তু তাঁর খোলা পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে দেবশ্রীর কমেন্ট বক্স প্রশংসায় ভরপুর হয়ে উঠেছে।
সম্প্রতি দেবশ্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেই ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে, তাঁর অসুস্থতার কারণে ১৪ অগাস্টে ‘মেয়েদের রাত দখলে’ যোগ দিতে পারেননি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই জানেন না। তিনি অভিনয়ে একটু বেশি বয়সেই এসেছেন। বর্ধমানে সাধারণ একটি পরিবারে বড় হওয়া দেবশ্রী খুব কম বয়সেই বিয়ে করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে সুখকর হয়নি। মাত্র ২৪ বছর বয়সে, একটি সন্তান নিয়ে স্বামীর থেকে আলাদা হয়ে যান দেবশ্রী।
এরপর, ২০২১ সালের এপ্রিল মাসে দেবশ্রী দ্বিতীয় বিয়ে করেন। বোন শুভশ্রী নিজে দাঁড়িয়ে থেকে দিদির বিয়ে আয়োজন করেছিলেন। তবে, সেই বিয়ে দুই মাসের বেশি টেকেনি। দেবশ্রী শারীরিকভাবে নির্যাতিত হন এবং জানা যায়, দ্বিতীয় স্বামীর নামে একটি ক্রিমিনাল রেকর্ডও রয়েছে।বর্তমানে দেবশ্রী নিজের একমাত্র সন্তানকে নিয়ে সিঙ্গল জীবন উপভোগ করছেন।
রাজর্ষি দে-র পরিচালনায় ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ দিয়ে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় শুরু হয়। এরপর তাঁকে ‘ফাটাফাটি’ ছবিতে দেখা গেছে। টেলিভিশনে ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যের বোনের ভূমিকাতেও উপস্থিত ছিলেন দেবশ্রী।
অভিনয়ের পাশাপাশি, দেবশ্রী ওজন নিয়ে কিছু কটাক্ষের সম্মুখীন হয়েছেন। তবুও, বোন শুভশ্রী সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করে থাকেন। শুভশ্রীর দুই সন্তান মাসি দেবশ্রীর খুব প্রিয়। তাঁদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেবশ্রী কোনোভাবেই ছাড়েন না।