Home লাইফস্টাইল সালোঁয় যাওয়ার সময় নেই? ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘরোয়া ৩টি প্যাক ব্যবহার...

সালোঁয় যাওয়ার সময় নেই? ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘরোয়া ৩টি প্যাক ব্যবহার করুন!

64
0
ত্বকের তারুণ্য

ত্বকের তারুণ্য: সারা বছর নিজের দিকে তাকানোর সময় না পেলেও পালা-পার্বণের সময়ে একটু-আধটু চর্চা করতেই হয়। ঘরোয়া উপায়ে কী কী করলে ত্বকের তারুণ্য বজায় থাকবে?

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রোদে পোড়া, দাগছোপ, ব্রণ— আর বয়সের ছাপ! অন্য দিকে পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। সালোঁয় যাওয়ার ইচ্ছে থাকলেও এখন জায়গা পাওয়া নিয়ে একটু চিন্তা থাকতেই পারে। সারা বছর নিজের দিকে তেমন নজর দেওয়ার সময় পাননি, কিন্তু এখন পালা-পার্বণের সময় তো একটু যত্ন নেওয়া দরকার। ঘরোয়া উপায়ে কী কী করলে ত্বকের তারুণ্য বজায় থাকবে?

মধু এবং কোকো পাউডার: ছোট একটি পাত্রে ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ কাঁচা দুধ এবং কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মিনিট পনেরো মুখে লাগিয়ে রেখে দিন। তারপর হালকা করে ঘষে তুলে ফেলুন। মুখ ধোওয়ার জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করুন, এরপর ত্বকের ধরন অনুযায়ী ভালো কোনো ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই ঘরোয়া প্যাকটি আপনার ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তুলবে।

ওটমিল এবং গুঁড়ো হলুদ: ছোট একটি পাত্রে ১ চা চামচ গুঁড়ো হলুদ, আধ কাপ ওটমিল এবং ১ চা চামচ কাঠবাদামের তেল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর হালকা হাতে ঘষে তুলে ফেলুন। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি এক্সফোলিয়েটর হিসেবেও দারুণ কাজ করে। যদি আপনার ত্বকে বলিরেখা পড়ার আগেই এই মিশ্রণ মাখা শুরু করেন, তাহলে আপনার ত্বকের তারুণ্য খানিকটা হলেও বজায় রাখতে পারবেন।

টক দই এবং লেবুর রস: শেষ মুহূর্তে সালোঁয় যাওয়ার সুযোগ নেই? তাতে কী! নিষ্প্রাণ ত্বক নিয়ে বন্ধুদের সঙ্গে বেরোতে কারও ভালো লাগবে না। কিন্তু চিন্তা করার দরকার নেই। ঘরোয়া একটি টোটকা জানলে ত্বক মুহূর্তে জেল্লাদার হয়ে উঠবে।

টক দই আর লেবুর রস— এই দুইটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিনিট পনেরো রেখে দিন, তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকের কালচে দাগছোপও দূর হয়ে যাবে। আর ত্বক পেয়ে যাবে এক নতুন প্রাণ। সতেজ ও উজ্জ্বল ত্বক নিয়ে আপনিও বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here