SSC Case Update 2024: বাংলায় বাতিল হয়েছিল ২৬০০০ চাকরি! সুপ্রিম কোর্টে শুনানির তারিখ চলে এল এবার।
কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই মামলার শুনানির তারিখ নিয়ে এল বড় আপডেট (SSC Case Update)। এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ১০ সেপ্টেম্বর। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত এই তারিখ ঘোষণা করেছে।
যদিও আগের দু’দিন ধরে মামলার শুনানি হওয়ার কথা ছিল, তা শেষমেশ হয়নি। তবে আগামী মঙ্গলবার, বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে এসএসসি মামলার শুনানি হবে বলে আপডেট পাওয়া গেছে। উল্লেখযোগ্যভাবে, গত বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, এই ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানির জন্য ওঠার কথা ছিল, কিন্তু তা পিছিয়ে যায়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসুস্থ থাকায় তিনি এজলাসে উপস্থিত হতে পারবেন না বলে আগেই জানানো হয়েছিল। তাই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টে কোনও মামলার শুনানি হয়নি। ঘটনাচক্রে, সেদিনই আর জি কর মামলারও শুনানি হওয়ার কথা ছিল। পরে নোটিস জারি করে জানানো হয় যে, শুনানি মঙ্গলবারেই হবে।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে। যার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। পাশাপাশি ওই শিক্ষকদের এতদিনের বেতন ১২ শতাংশ সুদসহ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের যুক্তি হলো— ৫ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে সিবিআই আপত্তি জানিয়েছিল, তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হলো? এই প্রশ্নই এখন উঠে আসছে।