Home বিনোদন খবর Shraddha why not work with 3 khan 2024?: শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে...

Shraddha why not work with 3 khan 2024?: শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে কেন কাজ করেন না? স্পষ্ট জানালেন শ্রদ্ধা?

47
0
Shraddha why not work with 3 khan
(বাঁ দিক থেকে) আমির খান, শাহরুখ খান এবং সলমন খান।
Shraddha why not work with 3 khan: ১৪ আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’।এক সপ্তাহের মধ্যেই প্রায় 400 কোটি রুপি ব্যবসা করেছে এই ছবি। এরই মধ্যে ইনস্টাগ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুসরণকারীর সংখ্যাকে তাঁর অনুসরণকারীর সংখ্যা ছাড়িয়েছে শ্রদ্ধা কাপুর।

সব মিলিয়ে ভালো যাচ্ছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। বরাবরই অনুরাগীরা তার অভিনয় পছন্দ করেন। কখনও সেই ভাবে ট্রোলড হতেও দেখা যায়নি অভিনেত্রীকে। তবে বেশ কিছু ছবিতে কাজ করলেও, কিন্তু বলিউডের তিন খান সঙ্গে তাঁকে অভিনয়ে কাজ করতে দেখা যায়নি। কিন্তু কেন? এ সব কিছুর প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রদ্ধা সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সংবাদ মাধমে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শ্রদ্ধা কেন তিন খানের সঙ্গে কাজ করছেন না?

F977ae4a 2dc1 4af1 9ea7 f087f611507b
(বাঁ দিক থেকে) আমির খান, শাহরুখ খান এবং সলমন খান।

শ্রদ্ধা কেন তিন খানের সঙ্গে কাজ করছেন না?: হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারে শ্রদ্ধাকে প্রশ্ন করা হয়, কেন তাঁকে বলিউডের তিন খানের সঙ্গে কাজ করতে দেখা যাই নি? শ্রদ্ধা জানান, শাহরুখ, সলমন ও আমিরের সঙ্গে অভিনয়ে কাজ করার সুযোগ পাননি কখন। তিনি বলেন, “অনেক সময় ছবির প্রস্তাব এসেছে । কিন্তু চরিত্র ভালো লাগেনি আমার। আমার মনে হয় না, এই চরিত্রে কাজ করে তেমন কিছু পাওয়া যাবে। আমি কী ধরনের কাজ করব,সেটা আমি খুব ভেবেচিন্তে নির্বাচন করি।”

শ্রদ্ধা আরও জানান, বলিউডের তিন খান বা অন্য তারকাদের ছবিতে যদি গুণমান ও গল্প এবং চরিত্র পছন্দ হয়, তা হলে তিনি অবশ্যই কাজ করতে প্রস্তুত । ছবির চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে তবেই কাজ করবেন বলে স্পষ্টই জানান।

গত ১৫ অগস্ট মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। ‘স্ত্রী ২’ ছবিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।বক্স অফিসে এই ছবি 400 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here