Home পড়াশোনা খবর Scholarship for Girls 2024: মেয়েদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০...

Scholarship for Girls 2024: মেয়েদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! প্রতি মাসে ১০০০ টাকা, জেনে নিন বিস্তা

49
0
Scholarship for Girls
মেয়েদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ

Scholarship for Girls Westbengal:বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির যুগে সময়ের গতির সঙ্গে সঙ্গে সমস্ত দিকেই উন্নয়ন এলেও, এখনো উন্নত হয়নি নারীদের নিয়ে সমাজের চিন্তাভাবনা। বেশ গুটিকয়েক শহর এবং শহরকেন্দ্রিক এলাকা বাদে অধিকাংশ ক্ষেত্রেই দেকবেন নারীদের এই যুগেও পিছিয়ে পড়তে হচ্ছে বার বার! আজ কাল ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্লাস পাশ করতে না করতেই ড্রপ আউট হয়ে যাচ্ছে, বা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পড়াশোনা করার আর্থিক সামর্থ্য নেই। আথবা তাদের বিয়ে দিয়ার পাশাপাশি শিকার হচ্ছে যৌন লালসার। শুনতে হয় নানা কটুক্তি, থাকেনা উপযুক্ত পড়াশোনা সুযোগ!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কিছু স্কলারশিপ (Scholarship for Girls Student Westbengal

মেয়েদের এই সকল অসুবিধার কথার মাথায় রেখে সরকারি বেশ কিছু সংস্থা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। সাধারণভাবে যে স্কলারশিপ গুলো রয়েছে মেরিট অর্থাৎ মেধাভিত্তিক সেখানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও সমানভাবে যোগ্য দেয়া হই। কিন্তু আজকের পোষ্টের বিশেষ প্রতিবেদন শুধুমাত্র মেধাভিত্তিক ছাত্রীদের জন্য এর সুবিধা গুলি রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। আজকে আমরা এরকমই পাঁচটি স্কলারশিপের বিষয়ে আলোচনা করব।

কোটাক কন্যা বৃত্তি (Kotak Kanya Scholarship)

এটি কোটাক ব্যাঙ্কের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদেরকে দেওয়া হয়ে থাকে। মুল টাকার পরিমাণ বাৎসরিক 1.5 লক্ষ। (আরও পরুনঃ ঐশ্বর্য-অভিষেকের বৈবাহিক জীবনে ইতি,ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সে সিলমোহর!)

কারা কারা আবেদন করতে পারবেন

  • যে সকল ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্স পড়াশোনা করছে তারা একে মাত্র আবেদন করতে পারবেন।
  • পাশাপাশি প্রার্থীর বাৎসরিক আয় 5 লক্ষ টাকার কম হতে হবে।

২. কন্যাশ্রী K3 স্কলারশিপ(Scholarship for Girls)

এটি কন্যাশ্রী প্রকল্পের স্কলারশিপ নয়, এটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অধীনে মেয়েদের উচ্চশিক্ষার জন্য বিশেষ সুবিধা। যেটি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে।
বৃত্তির পরিমাণঃ কলা বিভাগে মাসিক ২০০০ টাকা বিজ্ঞান বিভাগে মাসিক ২৫০০ টাকা।

কারা কারা আবেদন করতে পারবেন

যে সকল ছাত্রীরা বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন এবং পূর্ববর্তী স্নাতক স্তরে ন্যূনতম ৪৫% নাম্বার পেয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল তথ্য সহ পোর্টাল: svmcm.wbhed.gov.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here