Home পড়াশোনা খবর SBI Scholarship 2024: স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, মিলবে ১০,০০০ টাকা! কারা কারা...

SBI Scholarship 2024: স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, মিলবে ১০,০০০ টাকা! কারা কারা আবেদন করতে পারবে?

56
0
SBI Scholarship 2024
মিলবে ১০,০০০ টাকা!

সকল ছাত্র-ছাত্রীদের জন্য আবারও একটি স্কলারশিপে দুর্দান্ত আপডেট আসেছে। সকল স্কুল পড়ুয়া, কলেজ এবং স্নাতকোত্তর পাঠরত ছাত্রছাত্রীদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে স্কলারশিপের বিশেষ সুযোগ (SBIF Asha Scholarship 2024)। উল্লেখ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারত সরকার অধিকৃত একটি সরকারি ব্যাঙ্ক। যার মাধমে স্কলারশিপের সুযোগ দিচ্ছে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অভিনব উদ‍্যেগ State bank of India (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-এর অধীনে থাকা SBI Foundation পাঠরত পড়ুয়াদের ১০,০০০ টাকা ৫০০০০ টাকা অবধি স্কলারশিপের সুযোগ দিচ্ছে। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে আর আবেদনের শেষ তারিখ জানতে হলে প্রতিবেদনটি শেষ অবধি পড়বেন।

SBI Scholarship 2024: স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ

স্কলারশিপ এর নাম SBIF Asha Scholarship 2024
কারা কারা আবেদন করতে পারবে স্কুল পড়ুয়া, কলেজ এবং পোস্ট গ্রাজুয়েশন ছাত্রছাত্রীরা
আবেদনের মাধ্যম অনলাইনে
Screenshot 2024 08 28 222021
Sbi scholarship 2024: স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, মিলবে ১০,০০০ টাকা! কারা কারা আবেদন করতে পারবে? 3

Amount of Scholarship: স্কলারশিপের বৃত্তির পরিমাণ

স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য১৫০০০ টাকা
গ্রাজুয়েশন স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য৫০০০০ টাকা
পোস্ট গ্রাজুয়েশন স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য৭০০০০ টাকা

SBI Scholarship Eligibility: আবেদনের জন্য যোগ্যতা

  • ইচ্ছুক আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্থায়ী ভারতের নাগরিক হতে হবে।
  • পূর্ববর্তী শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের অবশ্যই ৭০-৭৫ শতাংশ নম্বর রাখতে হবে।
  • ৫০ শতাংশ আসন আবশ্যিকভাবে মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
  • তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।

Documents Required for Application: কি কি ডকুমেন্টস লাগবে

  • প্রার্থীর নিজস্ব নিজস্ব আধার বা ভোটার কার্ড।
  • প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের উপযুক্ত প্রমাণ।
  • জাতিগত সার্টিফিকেট যদি থাকে।

অনলাইনে আবেদন করার পদ্ধতি (SBIF Asha Scholarship Apply Online)

Sbi scholarship 2024
Sbi scholarship 2024: স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, মিলবে ১০,০০০ টাকা! কারা কারা আবেদন করতে পারবে? 4

সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি এসবিআই এর উদ্যোগে এবং Buddy4Study পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। আবেদন করার জন্য লিংক, আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া হয়েছে। (আরও পরুনঃ ন্যাশনাল NMMS স্কলারশিপে আবেদনের তারিখ বাড়লো, আজই আবেদন করুন!)

রেজিস্টার আইডি দিয়ে Buddy4study তে লগইন করুন ও অনলাইন আবেদনপত্রের পেজটি খুলুন। আর যদি আপনার অ‍্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে, তবে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্টার করুন।

আবেদনের সরাসরি লিংক (Buddy4Study)Apply Here
আবেদনের শেষ তারিখ৭ই অক্টোবর ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here