Home খেলা Rohit Sharma: অবসর এখন ছেলেখেলা! বাংলাদেশের বিপক্ষে নামার আগেই আফ্রিদি-আমিরদের তুলোধোনা

Rohit Sharma: অবসর এখন ছেলেখেলা! বাংলাদেশের বিপক্ষে নামার আগেই আফ্রিদি-আমিরদের তুলোধোনা

228
0
Rohit

Rohit Sharma: ২০২৪ সালে বার্বাডোসে টি২০ বিশ্বকাপ জেতার পরই রোহিত শর্মা ঘোষণা করেছিলেন। তিনি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন। তবে তার পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। বরং অনেক ভক্ত এখনো আশা করছেন। তিনি হয়তো সিদ্ধান্ত বদল করবেন এবং টি২০ ফরম্যাটে আবার ফিরে আসবেন। কিন্তু রোহিত একেবারে পরিষ্কার করে দিয়েছেন—তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও সম্ভাবনাই দেখছেন না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রোহিত শর্মা জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি এখন বেশ শান্তিতে আছেন। তিন মাস আগে ভারতকে বিশ্বকাপ জেতানোর পরই টি২০ আন্তর্জাতিক থেকে বিদায় নিয়েছিলেন। তবে, ক্রীডা়জগতে এইভাবে ‘অবসর’ ভেঙে মাঠে ফিরে আসার নজির কম নেই। তাই ‘অবসর’ শব্দটি যেন তার গুরুত্ব হারিয়েছে। শাহিদ আফ্রিদি, মহম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ আরও অনেক বিখ্যাত ক্রিকেটার একাধিকবার অবসর ভেঙে ফিরে এসেছেন। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও এই চিত্র দেখা গিয়েছে। মাইকেল জর্ডান, মাইকেল ফেলপস, কিম ক্লিস্টারস, টম ব্র্যাডির মতো কিংবদন্তিরাও একসময় অবসর ভেঙে আবার মাঠে ফিরেছেন।

রোহিত শর্মার মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলেছেন—তিনি কি শাহিদ আফ্রিদি, বেন স্টোকস বা মোহাম্মদ আমিরকে খোঁচা দিলেন? আফ্রিদি তো একাধিকবার অবসর নিয়ে মাঠে ফিরেছেন—২০১০, ২০১১, ২০১৪, ২০১৬—চারবারই অবসর ভেঙে আবার খেলায় ফিরেছিলেন, এবং ২০১৭ সালে অবশেষে চূড়ান্তভাবে বিদায় নেন। তার আগে অবসর নিয়ে এই নাটকীয়তার জন্যও আফ্রিদি বেশ বিখ্যাত হয়ে গিয়েছিলেন, ঠিক যেমন তাঁর ব্যাটিং ছিল নাটকীয়। শুধু আফ্রিদিই নয়, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমও ২০২৪ টি২০ বিশ্বকাপ খেলার জন্য তাঁদের অবসর ভেঙেছেন। ইংল্যান্ডের বেন স্টোকসও ২০২২ সালে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য তিনি আবারও মাঠে ফিরেছেন।

রোহিত নিজেই বলেছেন যে, বোল দিয়া সো বোল দিয়া! তাই তিনি আফ্রিদিদের মতো বারবার অবসর ভাঙার পথে হাঁটতে চান না। অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট। তবে অনেকের মনেই প্রশ্ন, ফর্মে থাকা রোহিত কেন আর টি২০ খেলবেন না?। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ২০১৪ সালে অবসর নিয়েছিলেন। বিশ্বকাপ জয়ের পর অবসর নেওয়ার সুযোগটা সবার কপালে জোটে না। কিন্তু রোহিত সেই সুযোগ পেয়েছেন এবং সেটা হারাতে চান না। ২০২৪ টি২০ বিশ্বকাপ জয়ের পর গোটা দেশ যখন উদযাপনে মত্ত, তখনই রোহিত আর বিরাট কোহলি দু’জনেই টি২০ ফরম্যাট থেকে তাঁদের অবসর ঘোষণা করেন।

রোহিত শর্মা বেশ স্পষ্ট ভাষাতেই বলছেন, “বিশ্ব ক্রিকেটে অবসরের ধারণাটা আসলে এখন একটু রসিকতায় পরিণত হয়েছে। কেউ অবসর ঘোষণা করে, আবার ফিরে আসেন খেলতে। যদিও ভারতে তেমনটা হয়নি। আমি দেখছি, বিদেশি খেলোয়াড়রা অবসরের ঘোষণা দেন, তারপর আবার মাঠে নামেন। এতে বোঝা মুশকিল হয়ে যায়, তারা আসলে অবসর নিয়েছেন কি না! কিন্তু আমি কিন্তু আমার সিদ্ধান্তে অটল।

ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর টি২০ কেরিয়ারকে এমনভাবে শেষ করেছেন, যা অনেকের কাছে স্বপ্নের মতো। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ১৫৯ ম্যাচে ১৪০ স্ট্রাইক রেটে ৪,২৩১ রান, আর সেই সাথে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে টি২০ ফরম্যাটে সর্বাধিক পাঁচটি সেঞ্চুরির মালিক রোহিত।

২৯ জুলাই রোহিতের জীবনের যেন এক বৃত্ত সম্পূর্ণ হলো। ১৭ বছর আগে, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন তিনি, তখন দলের এক সদস্য হিসেবে ট্রফি জিতেছিলেন। আর এবার, ২০২৪ সালে অধিনায়ক হিসেবে রৌপ্যপাত্রটি তুলে ধরলেন। এর চেয়ে সুন্দর বিদায় আর কী হতে পারে!

২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিদায়ের পর মনে হয়েছিল, রোহিত ও কোহলির সময় বুঝি শেষ। কিন্তু তারা দুর্দান্তভাবে ফর্মে ফিরে আসেন। রাজকীয়ভাবে নিজেদের সাফল্য তুলে ধরেই টি২০ আন্তর্জাতিক ফরম্যাটকে বিদায় জানান, যা একেবারেই সিনেমার মতো এক বিদায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here