Home জাতীয় খবর (India News) RG Kar Death Update 2024: সিজিওতে সিবিআই জেরার মুখে সঞ্জয়, কী জানতে...

RG Kar Death Update 2024: সিজিওতে সিবিআই জেরার মুখে সঞ্জয়, কী জানতে চাইল তদন্তকারীরা?

86
0
RG Kar Death Update
সিবিআই জেরার মুখে সঞ্জয়
RG Kar Death Update:গত বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ আরজি কর মেডিক্যালে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীরা আরও অনেকে। সঙ্গে ছিলেন দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। হাসপাতালে পৌঁছেই চার তলার সেমিনার হলে পৌঁছে যান সিবিআইয়ের তদন্তকারীরা। ঘটনাস্থল খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা এবং ল্যাবরেটরির বিশেষজ্ঞরা।

সিজিওতে সিবিআই জেরার মুখে সঞ্জয়ঃসিবিআইয়ের তদন্তকারী দল তদন্তভার হাতে নিয়ে প্রথম দিনেই আরজি কর মেডিক্যাল কলেজে পৌঁছল। বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ মহিলা চিকিৎসক খুনের তদন্তে আরজি কর মেডিক্যালে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারী দল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত বুধবার চারটে নাগাদ আরজি কর মেডিক্যালে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীর দল। সঙ্গে ছিলেন দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। হাসপাতালে পৌঁছেই শুরু করেন তাদের তদন্ত(RG Kar Death Update)। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং ঘটনাস্থলের অসংখ্য ছবি তোলেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্তের কাজ চলছে।

মঙ্গলবার সকালএ কলকাতা হাইকোর্ট আরজি কর হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়ার পর বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতা উদেশে রউনা হন তদন্তকারীদের বিশেষ দল। দলে রয়েছেন ডিজি পদমর্যাদার এক আধিকারিকও। রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে তালাবন্ধ করা হয়েছিল সেমিনার হল। তার পরও ঘটনাস্থলে কতটা তথ্যপ্রমাণ পাওয়া যাবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এদিন সকালে কলকাতা পুলিশের থেকে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য নথি নিজেদের হেফাজতে নেয় সিবিআই তদন্তকারীর দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here