Home জাতীয় খবর (India News) R G Kar Case News 2024:আইএমএ’র ২৪ ঘণ্টার ধর্মঘটে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা...

R G Kar Case News 2024:আইএমএ’র ২৪ ঘণ্টার ধর্মঘটে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ!

47
0
R G Kar Case News 2024
আইএমএ’র ২৪ ঘণ্টার ধর্মঘটে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ!
কলকাতা:Indian Medical Association’র ডাকে আর জি কর মেডিক্যাল (R G Kar Case News)কলেজে তরুণী চিকিৎসক নৃশংস হত্যা ও ধর্ষেণর প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার ধর্মঘট ডাক দেয়া হয়েছে । আর জি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৯ই আগস্ট ২০২৪, মধ্যরাতে এই বর্বর ঘটনা ঘটে, যা চিকিৎসক মহল সহ গোটা দেশকে লজ্জিত করেছে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য জরুরি পরিষেবা ছাড়া সমস্ত চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

তবে জরুরি পরিষেবাগুলি চালু থাকবে এবং জরুরি বিভাগের রোগীদের দেখাশোনা প্রদান করা হবে। তবে রুটিন ওয়ার্ডের পরিষেবা এবং নির্ধারিত সার্জারি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেস বিবৃতিতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৩ই আগস্ট রাজ্য পুলিশকে আর জি কর মেডিক্যাল কলেজ মামলাটি সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৪ ই আগস্ট, দুষ্কৃতীরা হাসপাতালে হামলা চালায় আন্দোলনরত ডাক্তার ও পড়ুয়াদের উপর।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’, ২৪ ঘন্টার সেবা থেকে বিরতির ডাক দিয়েছে। আগামীকাল সকাল ৬’টা থেকে রবিবার সকাল ৬’টা পর্যন্ত সমস্ত জরুরী পরিষেবা বাদে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হবে বলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও, ‘ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়া’ (ফোর্ডা) আর জি কর মেডিক্যাল কলেজে দুষ্কৃতীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে পুনরায় কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদে কেরালায় পিজি ডাক্তারদের ধর্মঘট, জরুরি পরিসেবা ছাড়া সব বন্ধ রাখার নির্দেশ দাও হই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here