Home বিনোদন খবর Prosenjit Birthday: ৬১ বছরের প্রসেনজিতের জন্মদিনে শুভেচ্ছা

Prosenjit Birthday: ৬১ বছরের প্রসেনজিতের জন্মদিনে শুভেচ্ছা

72
1
Prosenjit Birthday
ছবি- hindustantimes

Prosenjit Birthday: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহর সেন, যিনি জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহার স্ত্রী, একদম মিষ্টি একটি ছবি শেয়ার করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, প্রসেনজিৎ এক ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদর করছেন। সত্যি বলতে, বুম্বাদাকে দেখে বোঝাই যায় না যে তিনি ইতিমধ্যে ৬১ বছরে পা দিয়েছেন। তাঁর এই ‘তরুণ’ লুক যেন বয়সকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি বলিউড ও টলিউডের ‘এভারগ্রিন’ নায়ক হিসেবে পরিচিত, তিনিই ‘ইন্ডাস্ট্রি’। আজ সেই সুপুরুষ, হ্যান্ডসাম হাঙ্কের জন্মদিন! ৩০ সেপ্টেম্বর বুম্বাদা তাঁর ৬১তম জন্মদিন উদযাপন করছেন। আর এই বিশেষ দিনে, কাছের মানুষদের থেকে আসছে একের পর এক শুভেচ্ছাবার্তা। যেন এই দিনটা আরও স্মরণীয় হয়ে উঠছে তাঁর জন্য।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহর সেন, যিনি জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহার স্ত্রী, একদম মিষ্টি একটি ছবি শেয়ার করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, প্রসেনজিৎ এক ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদরে গালে চুমু খাচ্ছেন। ভাবছেন, কে এই ছোট্ট বাচ্চাটি?

এটি মোহর ও দুর্নিবারের ছেলে ধিয়ান। এই ছবিটি তোলা হয়েছিল ধিয়ানের অন্নপ্রাসনের সময়, আর সেটিই আবার শেয়ার করে মোহর শুভেচ্ছা জানালেন বুম্বাদাকে। তাঁর ক্যাপশনও বেশ হৃদয়স্পর্শী: “আমাদের জীবনের এই অসাধারণ মানুষটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোয়ার স্মার্টি তোমাকে খুব ভালোবাসে। হ্যাপি বার্থডে B!”

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here