Pinky-Kanchan: কাঞ্চনের ‘বোনাস-বেতন’ বিতর্কে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন। এবার ‘বিষাক্ত পুরুষ’ বলে পরোক্ষে কাঞ্চনকে দাগিয়ে দিলেন পিঙ্কি।
কাঞ্চন মল্লিকের ‘সরকারি বেতন, বোনাস নেওয়ার’ বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে রাজ্যের শাসকদল! এই বিতর্কের জেরে জনপ্রতিনিধিদের সচেতন করতে আসরে নামতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চাপের মুখে কাঞ্চন ক্ষমাও চেয়েছেন, তবে নেটিজেনদের রাগ কমছে না। টলিউডের বন্ধুরাও একে একে কাঞ্চনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
সুদীপ্তা চক্রবর্তী, মানসী সিনহা—এরা সবাই কাঞ্চন মল্লিককে ‘তাজ্য’ করে দিয়েছেন এবং নাটক থেকে বাদ দিয়েছেন সুজন নীল। তবুও কাঞ্চনের সমস্যা কমছে না। ক্ষোভ ও অপমানে সরকারি পুরস্কার পর্যন্ত ফিরিয়ে দিচ্ছেন সুদীপ্তা, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা। এই বিতর্কে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন। স্বাভাবিকভাবেই পিঙ্কি কাঞ্চনের মন্তব্যের বিরোধিতা করে টলিউডের অনেক অভিনেতা সমাজমাধ্যমে পোস্ট করেছেন, যা পিঙ্কি নিজের দেওয়ালে ভাগ করে নিয়েছেন।
পিঙ্কির সোশ্যাল মিডিয়ায় এখন সমর্থনের বন্যা বইছে। এক জন লিখেছেন, ‘আজ তোমার জয় আমি মনে করি’। আরেকজন মন্তব্য করেছেন, ‘মানুষ হিসেবে কখনোই তার যোগ্য ছিল না। তুমি আগে যা করেছ, আজ সকলে তার বয়কট করলাম’।
এছাড়া, পিঙ্কির সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিষাক্ত পুরুষদের নিয়ে একটি পোস্টও। সেখানে লেখা হয়েছে, ‘অনেক মহিলাই তাদের জীবনের অনেকগুলো বছর বিষাক্ত পুরুষের প্রতি বিশ্বস্ত থেকে বরবাদ করেন’।
অনেকে মনে করছেন, পিঙ্কির এই বার্তা প্রাক্তন স্বামীর উদ্দেশেই দেওয়া। পিঙ্কি আগেও বলেছিলেন, ডিভোর্সি কাঞ্চনকে মাত্র ৩ মাসের আলাপেই বিয়ে করা ভুল সিদ্ধান্ত ছিল। এখন সেই ‘ভুল শুধরে’ তিনি ছেলেকে আঁকড়ে ধরে এগিয়ে চলছেন। পিঙ্কির গোটা জগত এখন ১০ বছরের ছেলে ওশকে ঘিরেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পিঙ্কি বলেছেন, ‘জীবনে আদর্শ লাইফ পার্টনার বলে কিছু হয় না। আদর্শ জীবনসঙ্গীটা একটা ভুল ধারণা। আসলে জীবনে আদর্শ কিছুই হয় না। এখন সিঙ্গল, বলেই ডবল তারপর… লাইফের একটা প্যাটার্ন আছে। তুমি এসেছো একা, যাবেও একা।’ এই ভাবনা নিয়েই বর্তমানে জীবনযুদ্ধে এগিয়ে চলছেন পিঙ্কি।
আর জি করের ঘটনা নিয়ে প্রথম দিন থেকেই সরব পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, ১০ বছরের ছেলের হাত ধরে পথে নেমেছিলেন তিনি। যদিও কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তার সমর্থন সবসময় প্রকাশ করে চলেছেন।
সোমবার, কাঞ্চন মল্লিককে আয়না দেখিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সুদীপ্তা। সেখানে সুদীপ্তা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কাঞ্চন বিবেক, বুদ্ধি, শিক্ষা সবই বিসর্জন দিয়েছেন। পিঙ্কি এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন, তার সমর্থনও দেখিয়ে দিয়েছেন।