Salman Khan: সম্প্রতি সলমন খানের এক ভিডিয়ো দেখে উদ্বিগ্ন হয়েছিল তাঁর ভক্তকূল। পাঁজরের চোটের কারণে সোফা থেকে সহজে উঠতে পারছিলেন না অভিনেতা। তবে গণপতি উৎসবের আগে একটা ভালো খবর এসেছে। বৃহস্পতিবার মুম্বইয়ের রাস্তায় ভাইজানকে দেখা মিলল। এক বৃদ্ধার সঙ্গে তার কথোপকথনের ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল।
মুম্বইয়ের বিগ বস শোয়ের আসন্ন সিজনের টিজারের শুটিং করতে যাওয়ার পথে সেখানেই সলমনের পথ আটকান ওই বৃদ্ধা। সলমনের মুখে বিরক্তির কোনো চিহ্ন ছিল না। বরং, তিনি নির্দ্বিধায় সেখানে দাঁড়িয়ে গল্প জোড়েন সুপারস্টার। বৃদ্ধা জানিয়েছেন, সলমনের সুস্থতা ও নিরাপত্তার জন্য তিনি ভগবানের কাছে মানত করেছেন।
সলমন খান (Salman Khan) হাসিমুখে মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনেছিলেন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করলেন। সলমনকে কাছে পেয়ে ওই বয়স্কা ফ্যানের উচ্ছ্বাস ছিল সত্যিই চোখে পড়ার মতো। সলমন তাকে জানান, দীপাবলিতে তিনি একটি দামী শাড়ি উপহার দেবেন। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওই বৃদ্ধা যে কোনও স্বচ্ছল পরিবারের সদস্য নন। সলমন তার ভক্তদের প্রতি কতটা যত্নশীল, সলমন তা ফেরপ্রমাণিত এই ভিডিয়োয়। ওই বৃদ্ধা তো সলমনের গাল ধরেও আদর করেন।
এই ভিডিও ঘিরে ইন্টারনেটে তুমুল আলোচনা চলছে। একজন লিখেছেন, ‘এই মানুষটি সত্যিই বড় মনের’, আরেকজন বলেছেন, ‘এতটুকু অহংকার নেই, ভাইজান, আপনাকে নিয়ে আমরা গর্বিত’। কেউ আবার লিখেছেন, ‘টাইগার ডাউন টু আর্থ হ্যায়’। সবার মতে, সোনায় মোড়া সলমনের মন, এক বাক্যে মেনে নিয়েছেন সকলে। (আরও পরুনঃ শ্যামবাজারে ঋতুপর্ণাকে ‘গো ব্যাক’ স্লোগানে হেনস্থা, নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন)
পাঁজরের চোট থেকে সেরে উঠলেন সালমান
গত মাসের শেষে, পাঁজরের চোট নিয়েও সালমান খান মুম্বাইয়ের বাচ্চে বোলে মোরিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা গেছে, পাঁজরের খাঁচার ডান পাশ স্পর্শ করার সময় অভিনেতা কাঁপছেন। শরীরটা ভালো না থাকার পরও তিনি অনুষ্ঠানটি পালন করেছেন, যা তার পরিবেশের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। আয়োজক অম্রুতা ফড়নবিশ বলেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ।’
Salman Khan এর পরবর্তী সিনেমা
আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এ দেখা যাবে সলমনকে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে।