LPG Cooking Gas for Only 450 Rupees :সামনেই আসছে রাখি বন্ধন উৎসব। এই উৎসবকে সামনে রেখে রাজ্যে সরকার লাডলি বেহনা যোজনা স্কিমটি ঘোষণা করেছে। এবার এই রাখি উৎসব রাজ্যের সকল মহিলাদের বিশেষ উপহার দিতে চলেছে রাজ্যের সরকার। এই উৎসবকে কেন্দ্র করে শুধুমাত্র বাঙালি হিন্দু পরিবারের ভাই বোনরাই নয়, সমাজের সকল স্তরের মানুষরা পাবে। বিশেষ এই স্কিমের মাধ্যমে এলপিজি গ্যাসের ক্ষেত্রে দুর্দান্ত ভর্তুকি পেতে চলেছেন রাজ্যের মহিলারা। কোন রাজ্যে এই সুবিধা দেওয়া হচ্ছে এবং এই স্কিমের মাধ্যমে কত টাকায় Lpg Gas সিলিন্ডার পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য গুলি জেনে নিন।
কোন রাজ্যে মিলবে লাডলি বেহনা যোজনা স্কিম?
দীর্ঘ কয়েক মাস যাবত Lpg Gas এর দাম একই রয়েছে। তবে সাধারণ দরিদ্র পরিবারের মানুষদের দারা এতো টাকা দিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার কেনা সম্ভব হয়ে উঠে না। এবার রাখি উপলক্ষে রাজ্যের সরকার নারীদের রান্নার গ্যাস সংক্রান্ত চিন্তার মুক্তি দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ঘোষণা করে জানিয়েছেন লাডলি বেহনা যোজনার অধীনে একেবারে কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সেই রাজ্যের মহিলাদের।
লাডলি বেহনা যোজনায় কত টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার?
মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ঘোষণা করে লাডলি বেহনা যোজনার অধীনে মাত্র ৪৫০ টাকাতে রান্নার Lpg Gas সিলিন্ডার পাবেন মধ্যপ্রদেশের মহিলারা। আরও জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে মোট ১.২৯ কোটি মহিলাকে এই সুবিধা প্রদান করা হবে। রাজ্যবাসীকে এই সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে ১৬০ কোটি টাকার আলাদা বাজেট বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে। লাডলি বেহনা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাসে সাবসিডি বা ভর্তুকি পাবেন এই স্কিমের অন্তর্ভুক্ত মহিলারা। এর ফলে বর্তমানে যে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত রয়েছে ৮৪৮ টাকা, তার উপরে ৩৯৮ টাকা ভর্তুকি দেবে সরকার। এই ভর্তুকি যুক্ত হওয়ার ফলে এই স্কিমের অন্তর্ভুক্ত মহিলারা ১৪.২ কেজি রান্নার গ্যাস কিনতে পারবেন মাত্র ৪৫০ টাকায়।
কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে?
মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছিলেন চলতি বছর গত ২৩ জুলাই লাডলি বেহনা যোজনার অধীনে ২৫০ টাকা অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে সেই রাজ্যের মানুষদের। বর্তমানে রাজ্যের দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে ১ অগস্ট তারিখ থেকে গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে।
(আরও পড়ুন: ওরা ছাত্র নয় সন্ত্রাসবাদী! নৈরাজ্য কঠোর হাতে মোকাবিলা করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর !)(আরও পড়ুন: সেনা তত্ত্বাবধানে বাংলাদেশ: হাসিনার পতন, পলায়ন ও দু’দফার গণরোষের অগস্ট বিপ্লব!)