Kolkata police on Bangladesh:একদিনেই লালবাজার থেকে ফোন পেলেন ২৫০ জন
Kolkata police on Bangladesh:লালবাজার সূত্রে খবর, গতকাল থেকে বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়ানোর পর থেকেই এ শহরের অনেক বাসিন্দাই ফেসবুকে প্রতিবেশী দেশ নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন৷
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ যাতে কলকাতায় অস্বস্তির কারণ না হয় তা নিশ্চিত করতে লালবাজার ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে৷ লালবাজার বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপত্তিকর বা প্রদাহজনক পোস্ট করার জন্য 250 টিরও বেশি ব্যবহারকারীর সাথে যোগাযোগ করেছে এবং পোস্ট ডিলিট করানো হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে৷ (আরও পড়ুন: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস: ছাত্রদের দাবিতে সাড়া সব পক্ষের !)
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন, কোনওভাবেই বাংলাদেশ নিয়ে যেন কেউ কোনও উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য না করেন৷ বাংলাদেশের সাথে এই রাজ্যের সীমান্তের দৈর্ঘ্যের পরিপ্রেক্ষিতে প্রশাসন সেখানকার পরিস্থিতি নিয়ে বিশেষভাবে চিন্তিত। ফলস্বরূপ, পুলিশকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সীমান্ত অঞ্চলগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
লালবাজার সূত্রে জানা গেছে, গতকাল থেকে বাংলাদেশে সাম্প্রতিক গোলযোগের সঙ্গে সঙ্গে এই শহরের বিপুল সংখ্যক নাগরিক ফেসবুকে সংলগ্ন দেশগুলো নিয়ে বিভিন্ন পোস্ট দিতে শুরু করেছেন। অসংখ্য পোস্ট আপত্তিকর এবং সমস্যা সৃষ্টি করতে পারে। যারা পোস্ট করে এবং সতর্কবার্তা জারি করে তাদের সবাইকে ডাকে লালবাজার। পোস্টটি এখনই মুছে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। গতকাল থেকে প্রায় 250 লালবাজারের বাসিন্দাদের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনও যথেষ্ট উদ্বিগ্ন৷ এ দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন৷(আরও পড়ুন: ওরা ছাত্র নয় সন্ত্রাসবাদী! নৈরাজ্য কঠোর হাতে মোকাবিলা করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর !)(আরও পড়ুন: সেনা তত্ত্বাবধানে বাংলাদেশ: হাসিনার পতন, পলায়ন ও দু’দফার গণরোষের অগস্ট বিপ্লব!)