Home চাকরি Kolkata Metro Job 2024: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, ভালো বেতন সহ...

Kolkata Metro Job 2024: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ, ভালো বেতন সহ আবেদন পদ্ধতি দেখুন!

72
0
Kolkata Metro Job
কলকাতা মেট্রো রেলে(Kolkata Metro Job)
Kolkata Metro Job Recruitment Notification 2024: গতকাল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড(KMRCL) থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। নিয়োগকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে।

Kolkata Metro SR Advisor Recruitment Notification 2024

Kolkata Metro Job:সংস্থাটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সিনিয়র অ্যাডভাইসর পদে। রয়েছে কর্মরত চাকরি প্রার্থীর জন্য মোটা অঙ্কের বেতন। দেখে নিন আপনি কিভাবে আবেদন করবেন ও শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য! বিস্তারিত ভালো ভাবে পরে নিন আজকের প্রতিবেদনে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Kolkata metro job
(ছবি, সৌজন্য পিটিআই)

Kolkata Metro Job সিনিয়র অ্যাডভাইসর পদে মাসিক বেতন?

সিনিয়র অ্যাডভাইসর পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে। এবং এর পাশাপাশি কাজের স্থান অর্থাৎ কর্মস্থল হবে কলকাতার মধ্যে।

Kolkata Metro Job এর যোগ্যতা ?

সংস্থার তরফ থেকে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, আবেদন করার জন্য 01/09/2024 তারিখ অনুযায়ী হিসেব করে 60 বছর বয়স থেকে সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে থাকতে হবে। সিনিয়র অ্যাডভাইসর পদে আবেদন করার জন্য B.A/M.A শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এর পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।(আরও পড়ুনঃ সাংবাদিকতা কীভাবে শুরু করবেন? কী কী যোগ্যতা, দক্ষতা প্রয়োজন এবং বেতন কেমন?)

Kolkata Metro Job আবেদন কি ভাবে করবো ?

Kolkata Metro Rail Recruitment Notification 2024: (Download)

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে,সিলেকশন করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। এরজন্য আবেদন পত্র ও উপযুক্ত নথি সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে 05/09/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগকারী সংস্থার অফিসিয়াল পোর্টাল একবার ভালো ভাবে দেখে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here