Home Gold Price Kolkata Gold Price Today in Bengali: জন্মাষ্টমীতে পড়ল সোনার দাম? জানুন রাজ্যের...

Kolkata Gold Price Today in Bengali: জন্মাষ্টমীতে পড়ল সোনার দাম? জানুন রাজ্যের রেট!

60
0
Kolkata Gold Price Today in Bengali
Kolkata Gold Price Today in Bengali: জন্মাষ্টমীর দিনেই কি আরও কমল সোনার দাম ? আজ কিনলে কততে পাবেন জানেন। বাজার বিশেষজ্ঞরা কী বলছে, দাম আরও পড়বে ?

আজ ভারতে 22 ক্যারেট সোনার দাম কত?

সপ্তাহের শুরুতেই বদলে গালো সোনার দাম। জন্মাষ্টমীর দিনেই কি আরও কমবে সোনার দাম ? আজ ভারতে 22 ক্যারেট সোনার দাম কত?। বাজার বিশেষজ্ঞরা কী বলছে, দাম আরও কি কমতে পাড়ে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাজেটের পর থেকে কিছুটা দর পড়লেও ফের স্বমহিমায় সোনার দাম উপরে উঠে চলেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ৮২ হাজারে গণ্ডি ছাড়িয়ে যাবে গোল্ড রেট। সেই ক্ষেত্রে এখন কিনলে লাভবান হতে পারেন আপনি। সোনার দাম প্রায়দিনই ওঠানামা করে। কখনও বাড়ে আবার কখনও কমে। সোনার দাম কমলে গ্রাহকদের একটু সুবিধে হয়, বিনিয়োগকারীদের মুনাফার সুযোগ বাড়ে। সোনার গয়না (Gold Rate) গড়াতে গেলে আজ কি খরচ বেশি হবে ? আপনি দোকানে যাওয়ার আগে দেখে নিন রেটচার্ট। (আরও পরুনঃ বাজেটের পর সোনা ও রূপার দাম দ্রুত কমছে !)

Kolkata gold price today in bengali

আজ ভারতে 22 ক্যারেট সোনার দাম কত? (২৬ অগাস্ট, ২০২৪):

সোনা                                   ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)          ১ গ্রাম ৭১৬৮
২২ ক্যারেট (কিনতে গেলে)            ১ গ্রাম ৬৮১০
২২ ক্যারেট (বেচতে গেলে)           ১ গ্রাম  ৬৫২৩
১৮ ক্যারেট                                ১ গ্রাম ৫৫৯১
রুপো (৯৯৯)                            ১ কেজি   ৮৬২৪০
আজ ভারতে 22 ক্যারেট সোনার দাম কত? সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। এবং যে কন সমই দাম বেড়ে যেতে পারে

কেন বেড়েই চলেছে সোনার চাহিদা

বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার বহু চল রয়েছে। অনেকসময় আমরা উৎসবের আবহে সোনা কেনে রাখি এই কারনে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। অনেকেই আছে যারা ২৪ ক্যারাটের সোনার কয়েন কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।

সোনার একাধিক ভাগ রয়েছে। আমরা জানি সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনা সাধারণত বার ও কয়েন এর মাধমে পেয়া থাকি। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে বাজারে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here