কলকাতা: R G KAR মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন ঘটনা ঘেরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে কাল শুনানি দেবে বলে জানানো হয়েছে !
kolkata doctor case latest update:আগামি কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির জানান R G KAR মেডিক্যাল কলেজের এক চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা বেঞ্চে কাল শুনানি দেয়া হবে!
আগামী ২০ আগস্ট, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে বলে খদ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির জানান। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রে এই বেঞ্চ দারা মামলাটির শুনানি হবে ।(আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি,পশ্চিমবঙ্গের মহিলারা এখন থেকে কত টাকা পাবেন?)
উল্লেখযোগ্যভাবে, এই মামলাটি সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করা হয়েছে এবং এখন তা সর্বোচ্চ আদালতের বিচারকদের সামনে উপস্থাপিত হতে চলেছে। আগামী মঙ্গলবার এই বেঞ্চের সামনে মামলাটির শুনানি হবে, যা দেশের বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র মতে, ৯ আগস্ট সকালে ৭টা নাগাত হাসপাতালের সেমিনার রুমে ওই PGT চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। পরের দিন অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ারকে সঞ্জই কে গ্রেপ্তার করে পুলিশ। আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। ১৩ আগস্ট কলকাতা হাইকোর্ট ঘটনাটির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়।