Home Requst Kaushani Mukherjee: নিউ মার্কেটের সামনে বৃষ্টি ভিজে নাচলেন কৌশানী, জমিয়ে দিলেন জমকালো...

Kaushani Mukherjee: নিউ মার্কেটের সামনে বৃষ্টি ভিজে নাচলেন কৌশানী, জমিয়ে দিলেন জমকালো আসর!

163
0
Kaushani Mukherjee
Kaushani Mukherjee News: বুধবার নিউ মার্কেটের জনবহুল এলাকায় হঠাৎ করে হাজির হলেন কৌশানী মুখোপাধ্যায়, সঙ্গে ছিলেন অনেক নৃত্যশিল্পী। তাঁরা ‘ডাকাতিয়া বাঁশি’র তালে নাচ করে পুরো পরিবেশটাকে জমিয়ে দিলেন! দর্শকদের মধ্যে প্রাণবন্ত এক উন্মাদনা ছড়িয়ে পড়ল।

নিম্নচাপের কারণে সারাদিন ধরে টিপটিপ বৃষ্টি আর জল-কাদায় রাস্তাগুলো ভরে গেছে। এদিকে আবহাওয়াটা যেন পুরোপুরি মনখারাপি। কিন্তু সেই আবহাওয়াতেই একেবারে অন্য মেজাজে হাজির হলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়! বুধবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বহুরূপী’-র নতুন গান ‘ডাকাতিয়া বাঁশি’, আর নিউ মার্কেট চত্বরে সেই গানের অভিনব প্রচার করলেন কৌশানী।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বৃষ্টিতে ভিজে তিনি গানের তালে নাচতে শুরু করলেন, সঙ্গে ছিলেন অন্যান্য নৃত্যশিল্পী ও বহুরূপীরাও। সত্যিই, এই পরিবেশে তাঁর উপস্থিতি যেন এক নতুন রঙ নিয়ে এল! দর্শকদের মুখে হাসি ফোটাতে কৌশানী যেন সেই মনখারাপ আবহাওয়াকেও পাল্টে দিলেন।

পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় পরিচালিত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ও অভিনীত ছবি ‘বহুরূপী’। এই ছবিতে ঝিমলির চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। বুধবার মুক্তি পেল তাঁর একটি গান, যা ঝিমলির গান হিসেবে পরিচিত।

এই গানটি রচিত হয়েছে ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বসুর কলমে, এবং এতে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননীচোরা বাউল ও বনি চক্রবর্তী। নতুন এই গানে ফোক গানের সেই চেনা ছোঁয়ার পাশাপাশি গ্রাম্য ও বহুরূপীদের গানের পরিভাষাও ফুটে উঠেছে।

বুধবার নিউ মার্কেটের জনবহুল এলাকায় হঠাৎ করে হাজির হলেন কৌশানী, সঙ্গে অনেক নৃত্যশিল্পী। ‘ডাকাতিয়া বাঁশি’ গানটির তালে নাচ করে তারা সহজেই আসর জমিয়ে ফেললেন। যদিও সারা সন্ধে ধরে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তবুও কৌশানী মেরুন শাড়িতে নাচ করতে নেমে গেলেন বৃষ্টির মধ্যেই।

এই আনন্দের পরিবেশে তিনি দর্শকদের সঙ্গে কথা বলতেও ভুললেন না। সেই রাতে হাজির ছিলেন কৌশানীর নায়ক শিবপ্রসাদও, যিনি নাচের আসরে যোগ দিতে এসে কৌশানীর সঙ্গে মঞ্চে উঠে পড়লেন। সত্যিই, নাচ-গান এবং হাসির এই মিলন মেলা সন্ধেটিকে একেবারে আলাদা করে তুলেছিল!

এই ছবিতে আছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীও, যাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটিতে দুই জুটির কাহিনি তুলে ধরা হয়েছে—শিবপ্রসাদ-কৌশানী এবং আবির-ঋতাভরী। প্রত্যেকটি চরিত্রের রয়েছে নিজস্ব স্বকীয়তা, যা গল্পটিকে আরও রঙিন করে তুলেছে।

বহুরূপী ছবিতে একাধিক চমক রয়েছে, বিশেষ করে আবির ও শিবপ্রসাদের মধ্যে বেশ কিছু থ্রিলিং চেজিংয়ের দৃশ্য। নির্মাতারা মনে করছেন, এই সব মিলিয়ে ছবিটি দর্শকদের জন্য সত্যিই উপভোগ্য হতে চলেছে। নিশ্চিতভাবেই দর্শকরা নানা ধরনের আবেগ অনুভব করতে পারবেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here