Shah Rukh-Karan: শাহরুখ খান এবং করণ জোহরের বন্ধুত্ব সব সময়ই আলোচনায় থাকে। কিন্তু এই বন্ধুত্বের গভীরতা অনেক বেশি, করণকে তিনি দাদার মতো আগলে রাখেন। সম্প্রতি আইফা পুরস্কার মঞ্চে একটি বিশেষ মুহূর্তে করণ শাহরুখের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। এর পেছনে রয়েছে তাদের অবিচ্ছেদ্য বন্ধন ও একে অপরের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা।
মরু শহর আবু ধাবিতে শনিবার রাতে একেবারে বলিউডের রং ধরে উঠল! চলতি বছর আইফা, বা ইন্টারন্যাশন্যাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জমজমাট আয়োজন হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর এই শহরে। এই মঞ্চে একত্রিত হয়েছেন শাহরুখ খান, করণ জোহর, ভিকি কৌশল, জাহ্নবী কাপুরসহ আরও অনেক তারকা। এই অনুষ্ঠানে তাদের উচ্ছ্বাস এবং একে অপরের সঙ্গে মজার মুহূর্তগুলো সত্যিই এক আলাদা রূপ তৈরি করেছে।
চলতি বছরে আইফার জৌলুস কিছুটা ম্লান হয়ে পড়েছিল সলমন খান, অমিতাভ বচ্চনসহ অনেক বড় তারকার অনুপস্থিতিতে। নতুন মা-বাবা হওয়া দীপিকা-রণবীর এবং রণবীর-আলিয়াও অনুষ্ঠানে হাজির ছিলেন না। তবে এই দিনটির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাহরুখ খান। সেরা অভিনেতার সম্মান তো পানইনি বাদশা, পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালনার গুরু দায়িত্বও ছিল তাঁর কাঁধে। কিং খানকে এই মঞ্চে দেখা গেল ভিকি কৌশলের সঙ্গে, মাঝে মাঝে অভিজ্ঞ করণ জোহরের সঙ্গেও।
অনুষ্ঠান চলাকালীন দর্শকরা এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন। আইফার পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হলো করণ জোহরকে, যিনি চলতি বছর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন। আর এমন বিশেষ সম্মান জানানোর জন্য শাহরুখ খানের থেকে সেরা ব্যক্তি আর কে হতে পারেন? বিশেষ সম্মান ভূষিত হলেও এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানা ছিল না করণের, সেটি শুনে সত্যিই অবাক হয়ে যান তিনি। যখন মঞ্চে তাঁর নাম উচ্চারিত হয়, তখন যেন আকাশ থেকে পড়লেন। তাঁর মুখ হয়ে যায় হাঁ! পাশের নুসরত ভারুচার দিকে তাকিয়ে জানতে চাইলেন, “এটা কি সত্যিই আমার কথা বলা হচ্ছে?” এই মুহূর্তটি ছিল সত্যিই অত্যন্ত আনন্দের এবং আকর্ষণীয়!
এরপর বেশ লজ্জামাখা ভঙ্গিতে গটগটিয়ে হেঁটে উঠলেন স্টেজে। সেখানে ভিকি কৌশলকে জড়িয়ে ধরার পরেই সোজা শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করলেন। এরপর করণ জোহরকে বুকে টেনে নিলেন বাদশা। করণ জোহরের ২৫ বছরের ফিল্মি কেরিয়ারের সঙ্গে শাহরুখ খানের সম্পর্কটা সত্যিই অটুট। পরিচালক করণের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর নায়ক ছিলেন এসআরকে। এরপর থেকে তিনি ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কহনা’, এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো সিনেমায় শাহরুখকে নিয়ে কাজ করেছেন।