journalist salary in india:আমরা বর্তমানে পৃথিবীর যেকোন প্রান্তে বসে টেলিভিশন বা স্মার্টফোনে এক ক্লিকেই বিভিন্ন খবর আমাদের হাতের মুঠোয়ে চলে আসে। পৃথিবীর যেকোন প্রান্তে বসে বিনোদন, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আবহাওয়া ইত্যাদি সংবাদগুলি আমাদের হাতের মুঠোয়। আর সংবাদ মাধ্যম পরিচালনার জন্য প্রয়োজন জার্নালিস্ট রিপোর্টার বা বাংলায় যাকে সাংবাদিক বলা হয়। তাই বর্তমান যুগে অনেক মানুষএর শখ রিপোর্টার বা সাংবাদিক হয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলার, তো চলুন আজকের আবেদনে আমরা দেখে নেব আপনি কিভাবে একজন সফল সাংবাদিক হতে পারবেন!
সাংবাদিক বা journalist কি?
সাংবাদিক বা জার্নালিস্ট কথাটির মাধ্যমেই আমরা যেটা জানি সংবাদ বিষয়ক কাজ করা। অর্থাৎ কোন ঘটনাকে কেন্দ্র করে যাবতীয় খবর বা আপডেট সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে দেয়ে থাকে যা আমরা নিউজ হিসেবে ভিডিও বা অডিওর মাধ্যমে আমি বা আপনি দেখতে পাই।
একজন সাংবাদিক দেশে বিদেশে ঘটে যাওয়া যেকোন বিষয়ের ওপর তারা লেখালেখি করতে পারেন।সাংবাদিক মূলত কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সাংবাদিক ক্যারিয়ার গড়ে ওঠে। যেমন –
- সোশ্যাল মিডিয়া সাংবাদিক
- অনুসন্ধানি সাংবাদিক
- কৃষি সাংবাদিক
- ক্রীড়া সাংবাদিক
- বিনোদন সাংবাদিক
- নাগরিক সাংবাদিক
- সাংস্কৃতিক সাংবাদিক
journalist হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
আপনাকে সাধারণত ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রী করে রাখতে হবে, তাহলে এই পেশায় বিশেষ সুযোগ পাবেন তবে অন্যান্য বিষয় ডিগ্রী কোর্স করে রাখলেও এই পেশায় প্রবেশের সুযোগ পাবেন।
সাংবাদিক বা journalist বিভিন্ন পদ কি কি
একদিকে যেমন স্টুডিওতে বসে খবর পড়া আবার অন্যদেরকে বিভিন্ন স্পটে গিয়ে খবর সংগ্রহ করা, সাংবাদিক জীবিকাতে বিভিন্ন পদ রয়েছে । নিউজ রিপোর্টার, রাইটার, এডিটর, চিপ এডিটর, এইভাবে বিভিন্ন পদ হয়ে থাকে। (আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি,পশ্চিমবঙ্গের মহিলারা এখন থেকে কত টাকা পাবেন?)
একজন সফল সাংবাদিক কি কি দক্ষতা রাখতে হবে?
journalist salary in india: আপনাকে একজন সফল রিপোর্টার বা সাংবাদিক হওয়ার জন্য নূন্যতম যে সকল দক্ষতা গুলি রাখতে হবে –
১. সাংবাদিকের অবশ্যই নিজস্ব কাজের প্রতি দক্ষতা বিশেষ দরকার । আবেগহীনভাবে যেকোনো তথ্য বা খবরকে নিরপেক্ষভাবে জনসাধারণ এর কাছে তুলে ধরা এবং তার যথাযথ যুক্তি দিয়ে বিচার করা।
২. কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে বিপদের ঝুঁকি নিয়ে সামগ্রিক মানসিক অবস্থা বজায় রেখে পেশা ক্ষেত্রে খবর সংগ্রহ।
৩. অবশ্যই ভাষার ক্ষেত্রে বিশেষ দক্ষতা থাকা দরকার অর্থাৎ সাংবাদিককে স্থানীয় ভাষা পাশাপাশি ইংলিশ এবং হিন্দি ভাষা জেনে রাখা বিশেষ জরুরী।
৪. কিভাবে কোন ক্ষেত্রে এবং কোন পরিস্থিতিতে কাজ করে নিতে হবে সেই দক্ষতা বজায় রাখা।
সাংবাদিক বা journalist salary in india?
সাংবাদিক পেশার ক্ষেত্রে একজন দক্ষ সাংবাদিকের বার্ষিক আয় এক লাখ থেকে ৮ লাখ অবধি হতে পারে। অবশ্য এই আয়ের পরিমাণ সাংবাদিকের মিডিয়া হাউসের ওপরে নির্ভর করে।
সাংবাদিক পেশাটি হলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। বর্তমান যুগে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষিত যুবক এবং যুবতীরা এই পেশার প্রতি ক্রমশ আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি আমাদের চারপাশে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ এবং বিদেশে এই পেশায় কাজের সুযোগ ক্রমশ বেড়ে চলেছে।