Home চাকরি Bank Job 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে অফিসার নিয়োগ, দেখুন বিস্তারিত!

Bank Job 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে অফিসার নিয়োগ, দেখুন বিস্তারিত!

64
0
Bank Job
Bank Job 2024: ইন্ডিয়ান ব্যাঙ্কে অফিসার নিয়োগ, দেখুন বিস্তারিত!

Indian Bank Job Recruitment Notification 2024: আপনার ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন! তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ এসেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের। হ্যাঁ, ব্যাঙ্কে কর্মী নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো Indian Bank website এ ইতিমধ্যেই। নিয়োগ করা হচ্ছে প্রচুর শূন্যপদে ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদেরকে।

Indian Bank LOCAL BANK OFFICERS Job 2024

ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, এই লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officers Scale – I)পদে 300 টি শূন্যপদ রয়েছে । মোট 300 টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন, আপনারা কি ভাবে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, প্রার্থীদের বয়স কত থাকতে হবে, মাসিক বেতন কত টাকা করে রয়েছে এবং আবেদন কতদিন পর্যন্ত করতে পারবেন! বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।

Bank Officers বয়স কত থাকতে হবে?

Local Bank Officers: লোকাল ব্যাঙ্ক অফিসার পদে আবেদন করার জন্য আবেদন কারী প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 20 বছর বয়স থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এই পদে।

Bank Officers মাসিক বেতন কত টাকা?

এছাড়াও Local Bank Officers পদে কর্মরত প্রার্থীদের বেতন 48 হাজার 480 টাকা থেকে সর্বোচ্চ 85 হাজার 920 টাকা পর্যন্ত। আরও বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখুন।

Indian LOCAL Bank Job শিক্ষাগত যোগ্যতা?

এই পদে আবেদন করার জন্য B.A/M.A শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এর পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

লোকাল ব্যাঙ্ক অফিসার পদে আবেদন

  • Indian Bank Local Bank Officers Recruitment Notification 2024:- Download
  • Indian Bank Local Bank Officers 2024 Job Online Apply: Click

Indian Bank এর তরফ থেকে এই পদের পরীক্ষা অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের Greater Kolkata, Siliguri তে পরীক্ষা সেন্টার থাকবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এরজন্য আপনাকে Indian Bank এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। প্রথমত আবেদন ফর্ম ফিলাপ করতে হবে এরপর অনলাইন পেমেন্ট করতে হবে ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলে আবেদন হয়ে যাবে। আবেদন চলবে 02/09/2024 তারিখ পর্যন্ত, পরীক্ষা ও এডমিট কার্ড ইত্যাদি বিস্তারিত তথ্য জানার জন্য ফলো করুন ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here