IND vs BAN 2nd Test Day 4 Highlights: এর চতুর্থ দিনে কানপুরে ভারত দেখালো দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স! সোমবারের এই খেলায় ভারতীয় দল নিজেদের শক্তি ও দক্ষতা প্রমাণ করেছে। ফলে পঞ্চম ও শেষ দিনে রোহিত শর্মার টিম রেজাল্ট পেতে পারে, যা নিশ্চিতভাবেই তাঁদের জন্য বড় একটি সাফল্য হতে চলেছে।
ভারত-বাংলাদেশ (IND vs BAN) দু’ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। গত শুক্রবার খেলার প্রথম দিনের যবনিকা ৩৫ ওভারের পরেই পতন ঘটেছিল, কারণ মন্দ আলোর সঙ্গে তুমুল বৃষ্টির জন্য প্রথম সেশনের পর আর মাত্র পাঁচ ওভার খেলা সম্ভব হয়েছিল। এরপরই চলে যায় স্টাম্পস। দ্বিতীয় ও তৃতীয় দিনেও খেলা হয়নি বৃষ্টিজনিত কারণে। তবে সোমবার, অর্থাৎ আজ চতুর্থ দিনের খেলা সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হল। আর এদিন রেকর্ড বুকে নাম উঠল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের।
বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্যাটিং শুরু করেছিল, কিন্তু সেদিন তারা ২৩৩ রানে অলআউট হয়ে যায়। তাঁদের পক্ষে মোমিনুল হক এক দুর্দান্ত ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ভারতের জসপ্রীত বুমরা অসাধারণ বল করে তিনটি উইকেট নেন, আর মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশ দীপ দুইটি করে উইকেট লাভ করেন। রবীন্দ্র জাদেজাও একটি উইকেট পেয়েছেন।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তবে রোহিত ১১ বলে ২৩ রান করে এলবিডব্লিউ হয়ে যান মেহেদি হাসান মিরাজের বলে। তিনি ফেরার সময় ভারতের স্কোরবোর্ডে ছিল ৩.৫ ওভারে ৫৫ রান। এরপর যশস্বী ঝকঝকে ৭২ রানের ইনিংস খেলে ফিরে যান।
চার নম্বরে নামেন বিরাট, কিন্তু টিম ম্যানেজমেন্ট দ্রুত রান তোলার জন্য ঋষভ পন্থকে পাঠিয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ঋষভ মাত্র ৯ রান করে আউট হয়ে যান। এরপর পাঁচে নেমে বিরাট ৪৭ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। এদিন বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৭ হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন, যা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ডকে ছাড়িয়ে যায়। সচিনের জন্য এটি করতে লেগেছিল ৬২৩ ইনিংস, কিন্তু বিরাট মাত্র ৫৯৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন।
এটা প্রমাণ করে যে, বিরাট বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ৬০০ ইনিংসের কম ইনিংসে এই রেকর্ড গড়লেন। সচিন ছাড়াও কিংবদন্তি রিকি পন্টিং (৬৫০ ইনিংস) ও কুমার সঙ্গাকারার (৬৪৮ ইনিংস) এই রেকর্ডের দৌড়ে আছেন। ছয়ে নেমে কেএল রাহুল এদিন ৬৮ রানের ইনিংস খেলেন। অনেক দিন পর ভারতীয় তারকাকে দারুণ ছন্দে দেখা গেল। প্রথম ইনিংসে ভারত ৯ উইকেটে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার করেছে, যা ৫২ রানের লিড নিয়ে শান্তদের ব্যাট করতে পাঠিয়েছে রোহিত। এদিন ভারত একই দিনে ৫টি ব্যাটিং বিশ্বরেকর্ডও গড়েছে। টেস্ট ক্রিকেটে দলগত প্রয়াসে ভারত দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০ ও ২৫০ রান তোলার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে, যা সত্যিই এক অনন্য অর্জন!