Home ব্যবসা Gold Price Gold Price Today: খাঁটি সোনা 7 হাজারের নীচে! পুজোর আগে হাতছাড়া করবেন...

Gold Price Today: খাঁটি সোনা 7 হাজারের নীচে! পুজোর আগে হাতছাড়া করবেন না এই সুযোগ…

173
0
Gold Price Today
খাঁটি সোনা 7 হাজারের নীচে!

Gold-Silver Rate: চলতি মাসের শুরু থেকেই সোনার দাম নিম্নমুখী ছিল। প্রায় প্রতিদিনই দাম কমছিল গণেশ চতুর্থীর সময় পর্যন্ত। যা সোনা কেনার জন্য ছিল দারুণ সুযোগ। কিন্তু পুজো আসতে না আসতেই সোনা দামি আবার দামি হয়ে গেলবেড়ে গেছে! বুধবার হঠাৎ করেই এক ধাক্কায় সোনার দর অনেকটাই বেড়ে গেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক্ষ্মীবারে সোনাপ্রেমীদের জন্য একটু মনখারাপের খবর। আবারও বাড়ল সোনার দাম! মাসের শুরু থেকে যেভাবে সোনার দাম কমছিল, অনেকেই ভাবছিলেন এখনই সোনা কেনার ভালো সময়। গণেশ চতুর্থীর সময় পর্যন্ত প্রায় প্রতিদিনই কমেছে দাম। কিন্তু পুজো পার হতেই সোনার দর আবার আকাশ ছুঁতে শুরু করেছে। বুধবার হঠাৎ করেই এক ধাক্কায় সোনার দর বেশ অনেকটা বেড়ে গিয়েছিল। সামান্য হলেও আজও সোনার দাম বেড়েছে। শুধু সোনাই নয়, রুপোর দামও বাড়তি। তাই, যদি আজ সোনা বা রুপোর গহনা কেনার ইচ্ছে থাকে, নতুন দরের হালচাল একবার দেখে নিন!

22 ক্যারেট Gold Price ?

22 ক্যারেট সোনার দাম
22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম6716 টাকা
10 গ্রাম সোনার দাম67 হাজার 160 টাকা
100 গ্রাম সোনার দা6 লক্ষ 71 হাজার 600 টাকা
একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

18 ক্যারেট Gold Price?

18 ক্যারেট সোনার দাম
1 গ্রাম সোনার দাম5495 টাকা
10 গ্রাম সোনার দাম54 হাজার 950 টাকা
100 গ্রাম সোনার দাম5 লক্ষ 49 হাজার 500 টাকা
১৮ ক্যারেটের সোনার দামও একদিনে ১০০ টাকা বেড়েছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও কিছুটা বেড়েছে। 100 গ্রাম রুপোর দাম এখন 8,660 টাকা। আর 1 কেজি রুপো কিনতে হলে গুনতে হবে 86,600 টাকা। একদিনেই 100 টাকা বেড়েছে দাম! তাই রুপোর গয়না বা জিনিসপত্র কেনার পরিকল্পনা থাকলে, আজকের এই নতুন দরের হিসাব মাথায় রাখুন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here