Gold-Silver Rate: চলতি মাসের শুরু থেকেই সোনার দাম নিম্নমুখী ছিল। প্রায় প্রতিদিনই দাম কমছিল গণেশ চতুর্থীর সময় পর্যন্ত। যা সোনা কেনার জন্য ছিল দারুণ সুযোগ। কিন্তু পুজো আসতে না আসতেই সোনা দামি আবার দামি হয়ে গেলবেড়ে গেছে! বুধবার হঠাৎ করেই এক ধাক্কায় সোনার দর অনেকটাই বেড়ে গেছে।
লক্ষ্মীবারে সোনাপ্রেমীদের জন্য একটু মনখারাপের খবর। আবারও বাড়ল সোনার দাম! মাসের শুরু থেকে যেভাবে সোনার দাম কমছিল, অনেকেই ভাবছিলেন এখনই সোনা কেনার ভালো সময়। গণেশ চতুর্থীর সময় পর্যন্ত প্রায় প্রতিদিনই কমেছে দাম। কিন্তু পুজো পার হতেই সোনার দর আবার আকাশ ছুঁতে শুরু করেছে। বুধবার হঠাৎ করেই এক ধাক্কায় সোনার দর বেশ অনেকটা বেড়ে গিয়েছিল। সামান্য হলেও আজও সোনার দাম বেড়েছে। শুধু সোনাই নয়, রুপোর দামও বাড়তি। তাই, যদি আজ সোনা বা রুপোর গহনা কেনার ইচ্ছে থাকে, নতুন দরের হালচাল একবার দেখে নিন!
22 ক্যারেট Gold Price ?
22 ক্যারেট | সোনার দাম |
---|---|
22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম | 6716 টাকা |
10 গ্রাম সোনার দাম | 67 হাজার 160 টাকা |
100 গ্রাম সোনার দা | 6 লক্ষ 71 হাজার 600 টাকা |
18 ক্যারেট Gold Price?
18 ক্যারেট | সোনার দাম |
---|---|
1 গ্রাম সোনার দাম | 5495 টাকা |
10 গ্রাম সোনার দাম | 54 হাজার 950 টাকা |
100 গ্রাম সোনার দাম | 5 লক্ষ 49 হাজার 500 টাকা |
রুপোর দাম-
সোনার পাশাপাশি আজ রুপোর দামও কিছুটা বেড়েছে। 100 গ্রাম রুপোর দাম এখন 8,660 টাকা। আর 1 কেজি রুপো কিনতে হলে গুনতে হবে 86,600 টাকা। একদিনেই 100 টাকা বেড়েছে দাম! তাই রুপোর গয়না বা জিনিসপত্র কেনার পরিকল্পনা থাকলে, আজকের এই নতুন দরের হিসাব মাথায় রাখুন!