Flight mh370 Mystery Solved:ইচ্ছা করেই গায়েব করা হয়েছিল এমএইচ ৩৭০! হারানো বিমান কোথায় আছে তাও জানিয়ে দিলেন বিজ্ঞানী। ভারত মহাসাগরে একটি ২০ হাজার ফুট গভীর গর্ত ব্রোকেন রিজে বিমানটি থাকতে পারে বলে দাবি করেছেন গবেষক ভিনসেন্ট লিন।
Flight mh370 নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে বছর। ফ্লাইট mh370 রহস্যের সমাধান (Flight mh370 Mystery Solved) তার পরও কিনারা হয়নি সম্পূর্ণ রূপে। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ বা এমএইচ ৩৭০ আজও রহস্য।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এক জন বিজ্ঞানী দাবি করেছেন যে, তিনি নিখোঁজ বিমানটির একটি ‘সম্ভাব্য এবং নিখুঁত’ লুকিয়ে থাকার জায়গা আবিষ্কার করেছেন। তাসমানিয়ার গবেষক ভিনসেন্ট লিন বলেছেন যে, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী বিশ্বাস করেন যে বিমানটি কোথায় রয়েছে তা তিনি খুঁজে পেয়েছেন। Isro Launches Free Ai Ml Course With Certificate 2024
ভারত মহাসাগরের একটি ২০ হাজার ফুট গভীর গর্ত এই ব্রোকেন রিজ বা ভঙ্গুর মালভূমি। সেই । অত্যন্ত খাড়াই পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা সংকীর্ণ সেই গর্ত পলি দিয়ে ভর্তি। সেখানেই থাকতে পারে নিখোঁজ এমএইচ ৩৭০, এমনই দাবি ভিনসেন্ট লিনের।অবিলম্বে এই জায়গায় তল্লাশির দাবি করে তিনি বলেন, অনুসন্ধান করা হবে কি না তা অনুসন্ধান সংস্থাগুলির উপর নির্ভর করছে।
ভিনসেন্ট লিন সম্প্রতি লিঙ্কডইনে একটি পোস্টের মাধ্যমে বিমান নিখোঁজ রহস্য উদ্ঘাটনের দাবি করেছেন। লিন দাবি করেছেন যে, বিমানটি ‘ইচ্ছাকৃত ভাবে’ ব্রোকেন রিজের গভীরে টেনে নিয়ে যাওয়া হয়। ভারত মহাসাগরে ২০ হাজার ফুট গভীর গর্ত আছে যেটাকে ব্রোকেন রিজ বা ভঙ্গুর মালভূমি বলা হয়ে থাকে। ব্রোকেন রিজের পূর্ব প্রান্তে অত্যন্ত রুক্ষ এবং বিপজ্জনক বলে। সেখানেই থাকতে পারে নিখোঁজ Flight mh370 এমনই দাবি ভিনসেন্ট লিনের(Flight mh370 Mystery Solved)। অবিলম্বে এই জায়গায় তল্লাশির দাবি করে ভিনসেন্ট লিন।
৮ মার্চ গভীর রাত ১২টা ৪১ মিনিটে, কুয়ালা লামপুর বিমানবন্দর থেকে ২২৭ জন যাত্রী ও ১২ জন বিমান সদস্য নিয়ে বেজিংয়ের উদ্দেশে উড়ে যায় Flight mh370। বেলা 4:30 এ বেজিং পৌঁছনোর কথা ছিল সেটির। কিন্তু উড়ানের এক ঘণ্টা পরেই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রক আধিকারিকদের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংযোগ বিচ্ছিন্ন আগে পর্যন্ত বিমান থেকে কোনও রকম বিপদসঙ্কেত বা বার্তা আসেনি। রাত ১টা ২১ মিনিটে ভিয়েতনামের দক্ষিণে কামাউ আকাশসীমায় প্রবেশ করার পরে ট্র্যাফিক কন্ট্রোলের বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ হারীয়ে যায়।
কুয়ালা লামপুর থেকে বেজিং যাওয়ার পথে মাঝ আকাশে হারিয়ে যায় Flight mh370 বিমানটি। বহু খোঁজ, বহু তল্লাশির পরেও খোঁজ মেলেনি বিমানটির। ২০১৭ সালের জানুয়ারিতে সমস্ত অনুসন্ধান পর্ব বন্ধ করে দেওয়া হয়। উপগ্রহচিত্র দেখে অনুমান , সমুদ্রে পতনের আগে বিমানটি টানা ৭ ঘণ্টা ভারত মহাসাগরের দক্ষিণাংশের দিকে উড়ে গিয়েছিল। তার পর প্রায় ১০ বছর পেরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এই বিমানের ধ্বংসাবশেষ ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীকালে সেগুলি এমএইচ ৩৭০-র অংশ নয় বলেই প্রমাণিত হয়।
নিখোঁজ এমএইচ৩৭০-র সন্ধানে আমেরিকা, চিন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম যৌথ তৎপরতায় উদ্ধার অভিযানে নামে। কিন্তু ফল শূন্য।