Home লাইফস্টাইল Facial Korar Sob Chea Valo Upai Ki?: পার্টিতে যাওয়ার আগে ঝলমল করবে...

Facial Korar Sob Chea Valo Upai Ki?: পার্টিতে যাওয়ার আগে ঝলমল করবে মুখ, তৈলাক্ত ত্বক কিভাবে দূর করা যায়? সহজ 3টি উপায় !

38
0
Facial Korar Sob Chea Valo Upai Ki?
তৈলাক্ত ত্বক কিভাবে দূর করা যায়? সহজ 3টি উপায় !

Facial Korar Sob Chea Valo Upai Ki?:দিনভর কাজ বাস্ত, ঘরে-বাইরে উদ্বেগ-উৎকণ্ঠায় চোখের নীচে কালচে রঙ ছোপ পড়ে গাছে। যত্নের অভাবে ত্বকও হয়ে ওঠে নির্জীব। মুখের খসখসে ভাব দূর করার উপায়? এমন ত্বককে কম সময়ে সুন্দর করে তোলা সহজ নয়।

বাইরে সঙ্গি বা বন্ধুর সাথে ঘুরতে জাবেন? হাতে সময় আর বেশি নেই। পার্লারে গিয়ে ‘ইনস্ট্যান্ট গ্লো’ ফেশিয়াল করার সময় যদি না থাকে, তা হলে বাড়িতেই বসে বসে, খুব সহজে বিশেষ উপায়ে দিয়ে ত্বকের জেল্লা বাড়িয়ে নিন(What is the best way to do a facial?)। দিনভর কাজে করছেন, ঘরে-বাইরে উদ্বেগ-উৎকণ্ঠায় চোখের নীচে কালচে রঙ ছোপ পড়ে গাছে। যত্নের অভাবে ত্বকও হয়ে ওঠে নির্জীব। এমন ত্বককে কম সময়ে সুন্দর করে তোলা সহজ নয়। তবে উপায় আছে জেনে নিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তৈলাক্ত ত্বক কিভাবে দূর করা যায়?

Facial korar sob chea valo upai ki?
Facial korar sob chea valo upai ki? : পার্টিতে যাওয়ার আগে ঝলমল করবে মুখ, তৈলাক্ত ত্বক কিভাবে দূর করা যায়? সহজ 3টি উপায়! 4

তৈলাক্ত ত্বক কিভাবে দূর করা যায়? আপনার কি মুখে তৈলাক্ত ভাব নিয়ে চিন্তা করছেন, তবে চিন্তার কিছু নাই। ঘুরুয়া কেছু উপাদান দিয়ে বানিয়ে ফেলুন। পথমে আপনাকে গোলাপ জলের সঙ্গে কেওলিন পাউডার মিশিয়ে নিয়ে মুখে, গলায়, হাতে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর পরিষ্কার জলে ধুয়ে নিন। এ বার শসার রস এবং গোলাপ জল সম পরিমাণে মিশিয়ে ফ্রিজে আইস ট্রে-তে রেখে দিন কিছু ক্ষণ।

জানিয়ে রাখি, আপনি আগে থেকেই করে রাখবেন যাতে আইস কিউব পেতে পারেন। তার পর ভাল করে মুখ ধোয়ার পর, টিস্যু বা নরম তোয়ালে কয়েকটি শসার রস এবং গোলাপ জলের আইস কিউব নিয়ে মুখে-গলায় আলতো করে লাগান। বেশি জোরে ঘষবেন না। তার পর দেখবেন, ত্বকের তেল চিটচিটে ভাব দূর হয়েছে। মেকআপ শুরু করার আগে এটি করুন। তা হলেই দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গিয়েছে।

শরীরের শুষ্ক ত্বক দূর করার উপায়?

শরীরের শুষ্ক ত্বক দূর করার উপায়? দিনভর কাজএর চাপে মুখে শুষ্ক ভাব আসাতাই স্বাভাবিক। তবে উপায় আছে, কি ভাবে মুখে শুষ্ক দূর করবেন। মেকআপ শুরুর আগে ভাল করে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। তার পর এ বার পাকা কলা চটকে তার সঙ্গে এক চামচ মধু, কেওলিন পাউডার মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করুন। ১৫-২০ মিনিট মুখে গলায় লাগিয়ে রাখুন। তার পর মুখ ভালকরে ধুয়ে নিন। গরম জলে মুখ ধোবেন না যেন। নরম তোয়ালে দিয়ে মুখ ভাল করে মুছে নিয়ে ৫-১০ মিনিট পরে মেকআপ শুরু করুন। দেকবেন মুখে শুষ্ক ভাব দূর হয়েছে। ত্বকের জেল্লা বেড়ে গিয়েছে।

মুখের খসখসে ভাব দূর করার উপায়?

Facial korar sob chea valo upai ki?
Facial korar sob chea valo upai ki? : পার্টিতে যাওয়ার আগে ঝলমল করবে মুখ, তৈলাক্ত ত্বক কিভাবে দূর করা যায়? সহজ 3টি উপায়! 5

মুখের খসখসে ভাব দূর করার উপায়? ভালো করে মুখ ধুয়ে একটি ফেসপ্যাক লাগিয়ে নেবেন । তার জন্য ঠান্ডা দুধে পাঁউরুটির নরম অংশ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। তার সাথে মেশান কেওলিন পাউডার। এই মিশ্রণ মুখে-গলায়, হাতে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। তার পর ঠান্ডা জলে ভাল করে মুখে ধুয়ে নিন। দেখবেন মুখে চকচকে ভাব এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here