End of Abhishek marital life:বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। এবার অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়ল। একাংশের ধারণা, জুনিয়র বচ্চন (Abhishek Bachchan) সম্ভবত সিলমোহরই বসালেন বিবাহ বিচ্ছেদের খবরে।
এরই মধ্যে হিনা খন্ডেলওয়াল নামে এক নেটিজেন সমাজ মাধ্যমে ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদে প্রবণতা কিভাবে বাড়ছে, তা নিয়ে একটু পোস্ট করেন। সেই পোস্টে খোদ অভিষেক বচ্চন লাইক দিয়েছেন। আর এর পরেই নেটিজেনেরা অনুমান করছে, সত্যিই কি তাহলে বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক ও ঐশ্বর্য। হিনা খন্ডেলওয়াল তার পোস্টে লিখেছেন, “ভালবাসাই যখন কঠিন হয়ে ওঠে। বিবাহিত জীবন থেকে তখন দম্পতিরা বিচ্ছেদের পথে হাঁটেন। কী এমন ঘটে যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয়?” ওই নেটে যেন তার পোস্টটা আরও লেখেন, দিনকে দিন কিভাবে বিবাহ বিচ্ছেদ বাড়ছে। উল্লেখ্য, থেকেই স্বপ্ন দেখে সারা জীবন একসাথে থাকার। বয়স হলে একে অপরের হাতে হাত রাখার। কিন্তু সব সময় যে সেই আশা পূরণ হয় তা নয়। একসাথে থাকব বলেও অনেক সময় ছোট বড় বিষয় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় মানুষেরা।
শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন! বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! বলিউডে কানাঘুষো শোনা যায়, মেয়েকে বিলাসবহুল বাংলো প্রতীক্ষা উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বউমা ঐশ্বর্য (Aishwarya Rai)। আম্বানিদের বিয়েতেও সেই মান-অভিমানের পালা বহাল থেকেছে! মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ওদিকে মেয়ে-জামাই শ্বেতা ও তাঁর পরিবারের সঙ্গে আম্বানিদের লাল গালিচায় পোজ দিয়েছেন জয়া-অমিতাভ। একই পরিবারের সদস্যদের আলাদা ফ্রেমে দেখে নেটপাড়া ‘আলাদা টিম’ বলেও কটাক্ষ করতেও ছাড়েনি! এবার অভিষেক বচ্চনের প্রতিক্রিয়া আরও নাড়িয়ে দিল নেটপাড়াকে।