Home জাতীয় খবর (India News) Badlapur Case 2024: স্কুলের শৌচালয়েই ৪ বছরের ২ ছাত্রীকে শ্লীলতাহানি তুলকালাম বদলাপুরে!

Badlapur Case 2024: স্কুলের শৌচালয়েই ৪ বছরের ২ ছাত্রীকে শ্লীলতাহানি তুলকালাম বদলাপুরে!

56
0
Badlapur Case
দুই শিশুকন্যার যৌন নিগ্রহের জেরে উত্তাল থানের বদলাপুর স্টেশন(Badlapur Case)

Badlapur:আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এরই মধ্যে মহারাষ্ট্রের থানে জেলা স্কুলে চার বছরের দুই শিশুকন্যার যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল হল বদলাপুর।

badlapur school case:আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এরই মধ্যে এবার উত্তাল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের থানে জেলায় দুই শিশুকন্যার যৌন শ্লীলতাহানির অভিযোগ উঠল সাফাইকর্মীর বিরুদ্ধে। দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আসতেই বিক্ষোভে ফেটে পড়েছেন একদল জনতা। আজ বদলাপুর রেলস্টেশনে লোকাল ট্রেন থামিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন হয় যে বদলাপুর রেলস্টেশনে ধুন্ধুমার হয়। পরিস্থিতি এমন হয় যে বদলাপুর রেলস্টেশনে ধুন্ধুমার হয়। ইতিমধ্যেই ওই সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিস।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, স্থানীয় একটি স্কুলের (adarsh school badlapur) সাফাইকর্মীর বিরুদ্ধে দুটি ৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ছাত্রীদের শৌচালয়ে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে,গত ১২ এবং ১৩ আগস্ট স্থানীয় স্কুলের সাফাইকর্মী স্কুলের শৌচাগারে দুই শিশুকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। পুলিশের তরফে ব্যবস্থা নিতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। দোষীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান। অন্যদিকে অটোরিকশা ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি এবং স্কুল বাস অপারেটররাও এই বনধে তাদের সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যেই ওই সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিস। (আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি,পশ্চিমবঙ্গের মহিলারা এখন থেকে কত টাকা পাবেন?)

পুলিস জানিয়েছে, একটি কঠোর ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। চার ঘণ্টার মধ্যে (badlapur case) অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজত মঞ্জুর করেন।আধিকারিকরা নাগরিকদের কোনও প্রতিবাদ বা আন্দোলন না করার জন্য আবেদন করেছিলেন, কারণ এটি সঠিক তদন্ত পরিচালনার জন্য পুলিশের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। থানে পুলিশ কমিশনার ইতিমধ্যে এই ধরনের জমায়েত বা আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ISRO বিনামূল্যে AI ও ML কোর্স সহ সার্টিফিকেট! জানুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here