অঙ্কুশ হাজরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মজার ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা সেন। ছবিটির ক্যাপশনে অঙ্কুশ জানিয়েছেন, প্রেমিকার হাতে ‘অত্যাচারের’ গল্প!
ঐন্দ্রিলাকে নিয়ে কী পোস্ট করলেন অঙ্কুশ (Ankush-Oindrila)?
বাংলা ছবির মির্জা মজার ছলে বলেন, ঐন্দ্রিলার নানা এক্সপেরিমেন্টের গিনিপিগ হতে হচ্ছে তাঁকে। এমন পোস্ট দেখে ভক্তরা তো হেসেই খুন!অঙ্কুশ যেই ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে তিনি খাটের মাঝে বসে আছেন, পরনে কালো টিশার্ট আর কালো প্যান্ট। একদম ক্যাজুয়াল লুক! অন্যদিকে, ঐন্দ্রিলা রয়েছেন নীল-সাদা ফ্লোরাল প্রিন্টের আরামদায়ক নাইট স্যুটে, হাতে একটি বাটি। সেই বাটি থেকেই প্রেমিক অঙ্কুশকে কিছু খাইয়ে দিচ্ছেন তিনি। ছবিটিতে যেন এক মিষ্টি অথচ মজার মুহূর্ত ধরা পড়েছে, যা দেখে মনে হচ্ছে ঐন্দ্রিলার ‘কেয়ারিং অত্যাচার’ থেকে রেহাই নেই অঙ্কুশের!
ছবিটি পোস্ট করে অঙ্কুশ মজার ছলে লিখেছেন, ‘যখনই নতুন কোনও রান্নার এক্সপেরিমেন্ট হয়, তখন গিনিপিগ হতে হয় আমাকেই। তারপর আমাকে জিজ্ঞেস করা হয়, “কেমন লাগল?” আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টা করি!’ এই খুনসুটির পর, তিনি আরও যোগ করেছেন, ‘জোকস অ্যাপার্ট, ও কিন্তু সত্যিই অসাধারণ রান্না করে।’ অঙ্কুশের এই মজার ক্যাপশন দেখে স্পষ্ট, মজার মধ্যে দিয়েও প্রেমিকার রান্নার প্রশংসা করতে তিনি ভুলছেন না!
অঙ্কুশ-ঐন্দ্রিলার এই খুনসুটি দেখে তাঁদের অনুরাগীরা বেশ মজা পেয়েছেন। বন্ধু মিমি চক্রবর্তীও মজার ছলে মন্তব্য করেছেন, ‘বাবলাকে দেখ!’ প্রসঙ্গত, বাবলা হল অঙ্কুশ-ঐন্দ্রিলার পোষ্য, যে এই ছবিতেও ফ্রেমে ধরা দিয়েছে। ছবিতে বাবলাকে দেখে মনে হচ্ছে, সেও যেন এই মজার মুহূর্তের একজন নীরব সাক্ষী!