Home বিনোদন খবর Abhishek and Aishwarya:অভিষেক ও ঐশ্বরিয়া তাদের বিচ্ছেদের ঘোষণা, কার কাছে থাকবে আরাধ্যা?

Abhishek and Aishwarya:অভিষেক ও ঐশ্বরিয়া তাদের বিচ্ছেদের ঘোষণা, কার কাছে থাকবে আরাধ্যা?

47
0
Abhishek and Aishwarya
(বাঁ দিকে) ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন (ডান দিকে)। ছবি: ফেসবুক।

Abhishek and Aishwarya: দিন দুই ধরে একটি ভিডিয়ো ভাইরাল। সাদা-কালো ছবিতে অভিষেক বচ্চনের মুখ স্পষ্ট। অভিষেক বচ্চন নাকি ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন! ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ পাকা |

ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ পাকা:দিন দুই ধরে একটি ভিডিয়ো ভাইরাল! অভিষেক নাকি ঐশ্বর্যা রাই সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন বলে ভিডিও তে দেখানো হছে ! এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা সাদা-কালো এই ভিডিয়োয় অভিষেক বচ্চনের মুখ দেখা গিয়েছে শুধু মাত্র । অর্থাৎ, ভিডিয়োটি খুব পুরনো নয়। সেটা দেখেই ধন্দে দুই অভিনেতার অনুরাগীরাও। তবে কি বিচ্ছেদ তা হয়েই গিয়েছে তাদের মধ্যে ? তাই তাদের অনন্ত অম্বানীর বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি বচ্চনবধূকে?

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই ডিপফেকের ভিডিওতে কী বললেন অভিষেক? “আমি ঐশ্বরিয়ার সাথে আমার বিচ্ছেদের নিয়ে কথা বলতে বসেছি,” তিনি বলেছিলেন। আমরা আমরা ঠিক করেছি, যে এইবার বিচ্ছিন্ন হওয়াই উত্তম হবে। আমরা গত কয়েক বছর ধরে এই গুঞ্জনে ভুগছি। গত কয়েক বছর আমরা ভাল কাটাইনি! এর পর আমরা এই জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

ব্যস, সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতে না আসতেই ঝড়ের গতিতে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দুই অভিনেতার অনুরাগীরা বিষণ্ণ। অভিষেক আরও বলেন, আমার মেয়ে আরাধ্যা আমার কাছে থাকবেন? ভিডিয়োয় তেমুন কিছু মেয়ের কথা স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। তবে ছোট থেকেই মায়ের সঙ্গে সারা ক্ষণ দেখা যায় আরাধ্যাকে। তাই সকলের অনুমান, এই ভিডিয়ো সত্যি হলে অভিষেক-ঐশ্বর্যার মেয়ে তার মায়ের সঙ্গেই থাকবে। (আরও পরুনঃ ঐশ্বর্য-অভিষেকের বৈবাহিক জীবনে ইতি,ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সে সিলমোহর!)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here