Aamir Khan and Salman Khan New Movie:বলিউডের দুই দাপুটে অভিনেতা আমির খান ও সালমান খান। সর্বশেষ ১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর কমেডি ঘরানার ছবি ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা দুজনে। এরপর তাদের আর দেখা যাইনি বলিউডে একসঙ্গে সিনেমায় অভিনয় করতে। মাঝে কেটে গেছে ৩০ বছর। তাহলে 1994 পর আবারও দেখা মিলবে কি এক ফ্রমে দুটি তারকার?।
তিন দশক পর একসঙ্গে সালমান-আমির সিনেমায় অভিনয়
তিন দশক পর একসঙ্গে সালমান-আমির, অর্থাৎ দীর্ঘ ৩ দশক আপেক্ষার পর ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আমির ও সালমান খান(Aamir Khan and Salman Khan New Movie 2024)। কিছু দিন আগে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন সালমান খান। তাতে তিনি লেখেন, “1994 চলচ্চিত্রটির পর আমির খান আমাকে আর স্পর্শ করতে পারেননি। সে স্পর্শ করলে আমি সোনা হয়ে যাব? সালমান খানের পোস্ট আমির খান তার প্রোডাকশন হাউজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে , “আমরাও এ বিষয়ে নিয়ে অনেক ভাবছি।” (আরও পরুনঃ ঐশ্বর্য-অভিষেকের বৈবাহিক জীবনে ইতি,ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সে সিলমোহর!)
নতুন সিনেমায় দেখা যাবে দুই সুপারস্টারকে
সালমান খানের এক্স অ্যাকাউন্ট পোস্ট আমির খানের প্রোডাকশন হাউজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, “আমরাও এ বিষয়ে নিয়ে অনেক ভাবছি।” এরপরই মূলত, সালমান-আমিরের একসঙ্গে অভিনয়ের গুঞ্জনটা চারদিকে ছাড়িয়ে পরে, যা দ্রুত সময়ের মধ্যে নেট দুনিয়া অন্তর্জালে ভাইরাল হয়ে যায়।নতুন সিনেমায় দেখা যাবে দুই সুপারস্টারকে
ব্লু গোকু নামে একটি অ্যাকাউন্ট থেকে এ পোস্টে মন্তবে উল্লেখ করে লেখেন, “আমির খানের প্রোডাকশন হাউজের সঙ্গে দুটো সিনেমা নির্মাণের চুক্তি করেছেন পরিচালক রাজকুমার সন্তোষী। একটির নাম “লাহোর ১৯৪৭”। অন্যটি কমেডি সিনেমা, এ সিনেমায় অভিনয় করবেন আমির খান ও সালমান খান।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি আমির কিংবা সালমানের। বিষয়টি নিয়ে এখনো কথা বলেননি পরিচালক রাজকুমার সন্তোষীও।