Home বিনোদন খবর Salman: সলমনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে বিদেশি মহিলার আগমন, কী উত্তর দিলেন...

Salman: সলমনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে বিদেশি মহিলার আগমন, কী উত্তর দিলেন ভাইজান?

94
0
Salman Khan

Salman Khan: বিদেশ থেকে উড়ে এসেছিলেন ওই মহিলা। একটাই উদ্দেশ্য ছিল তাঁর। সলমনকে চাক্ষুষ করা এবং তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়া।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সলমন খানের প্রেমের গুঞ্জন নিয়ে কতবারই না শিরোনামে এসেছে তাঁর নাম। বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু কোনওটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। এখনও তাই বিয়ের মণ্ডপে দেখা যায়নি বলিউডের ভাইজানকে। তবু তাঁর অনুরাগীরা কিন্তু আশাটা ছাড়েননি। তাঁরা এখনও অপেক্ষায় আছেন, কবে সলমনকে বর হিসেবে দেখবেন!

সম্প্রতি, এক বিদেশি মহিলা সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন সলমনের কাছে। উত্তরে সলমন যা বললেন, তা শুনে ভক্তদের মুখে হাসি ফুটবে, তবে বিয়ের প্রশ্নে ভাইজান যেন এখনও রহস্যময়।

বিদেশ থেকে ছুটে এসেছিলেন সেই মহিলা। উদ্দেশ্য একটাই—নিজের চোখে সলমন খানকে দেখা আর তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়া। ঘটনাটি ঘটে এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে সলমন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হন সেই ভক্ত। একেবারে সরাসরি ভাইজানের সামনে গিয়ে প্রস্তাব দিয়ে বসেন। এমন দৃশ্য দেখে উপস্থিত সকলেই চমকে যান, আর সলমনের প্রতিক্রিয়া? তা যেন আরও চমকপ্রদ।

অনুরাগী একেবারে সরাসরি সলমনকে বললেন, “আপনাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই সুদূর হলিউড থেকে ছুটে এসেছি, শুধু আপনার জন্য।” সলমন মজার ছলে উত্তর দিলেন, “আপনি নিশ্চয়ই শাহরুখ খানের কথা বলছেন!” কিন্তু সেই অনুরাগী জোর দিয়ে বললেন, “না, আমি সলমন খানের কথাই বলছি। সলমন, আপনি কি আমাকে বিয়ে করবেন?”

এবার হেসে সলমন উত্তর দিলেন, “আমার বিয়ে করার বয়স তো অনেক আগেই পেরিয়ে গেছে! ২০ বছর আগে যদি আপনি আমার সঙ্গে দেখা করতেন, হয়তো ভেবে দেখতাম।

এই ঘটনাটি ঘটেছিল এক বছর আগে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে! ভাইজানের অনুরাগীদের সংখ্যা এতটাই বিপুল যে, তাঁদের গুণে শেষ করা যায় না। সলমনের বিয়ে সংক্রান্ত সব তথ্যই তাঁদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। তাই সবার মনে প্রশ্ন, কবে ভাইজান জীবনসঙ্গী খুঁজে পাবেন? অনুরাগীরা অপেক্ষায় আছেন, কখন আবার নতুন কিছু শুনতে পারবেন সলমনের প্রেমের গল্প নিয়ে।

এই ঘটনাটি ঘটেছিল এক বছর আগে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে! ভাইজানের অনুরাগীদের সংখ্যা এতটাই বিপুল যে, তাঁদের গুণে শেষ করা সত্যিই সম্ভব নয়। সলমনের বিয়ে সংক্রান্ত সব তথ্যই তাঁদের কাছে এক বিশেষ আকর্ষণীয় বিষয়। তাই সবার মনে প্রশ্ন উঠেছে, কবে ভাইজান জীবনসঙ্গী খুঁজে পাবেন? অনুরাগীরা উদগ্রীব হয়ে আছেন, কখন আবার নতুন কিছু শোনার সুযোগ পাবেন সলমনের প্রেমের গল্প নিয়ে! তাঁদের উৎসাহ যেন দিন দিন বাড়ছেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here