Home আন্তজাতিক নিউজ ব্রাজিলে বিমান দুর্ঘটনা: ৬২ জন নিহতের আশঙ্কা, বিস্তারিত জানুন

ব্রাজিলে বিমান দুর্ঘটনা: ৬২ জন নিহতের আশঙ্কা, বিস্তারিত জানুন

53
0
সাও পাওলো যাওয়ার দুর্ঘটনায় পড়ে বিমানটি। ছবি: স্কাই নিউজ

ব্রাজিলে বিমান দুর্ঘটনা:ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনায় ৬২ জন আরোহীর সবাই মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোশ্যাল মিডিয়া পোস্টে কিছু গাছের আড়ালে বিধ্বস্ত বিমানের ছবি দেখা গেছে। এর পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

ক্যাসকেভেল এবং সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।(আরও পড়ুন: হাসিনার বিদায়ের তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠন, বাংলাদেশে শপথ নিলেন ইউনূস !) (আরও পড়ুন: ওরা ছাত্র নয় সন্ত্রাসবাদী! নৈরাজ্য কঠোর হাতে মোকাবিলা করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর !)

ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের মতে বিমানটিতে কেউ জীবিত ছিল না।

এয়ারলাইন ভয়েপাস জানিয়েছে, সাও পাওলো থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে ভিনহেদো শহরে বিমানটি বিধ্বস্ত হয়। এর ফ্লাইট নম্বর ছিল PS-VPB। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিমানটির মডেল এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ বলে ফ্লাইট রাডারে উল্লেখ করা হয়েছে। এটিআর কোম্পানিটি এয়ারবাস এবং ইতালীয় অ্যাভিয়েশন গোষ্ঠী লিওনার্দোর যৌথ মালিকানাধীন।

সাও পাওলো রাজ্যের দমকল বিভাগ সাতটি উদ্ধারকারী দলকে ওই স্থানে প্রেরণ করেছে। দুর্ঘটনায় নিহতদের সম্মানে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এক মিনিট নীরবতা ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here