Home বিনোদন খবর ক্যাটরিনা যেন সালমানকে বিয়ে করেন, আপ্রাণ চেষ্টা করেছিলেন আমির খান!

ক্যাটরিনা যেন সালমানকে বিয়ে করেন, আপ্রাণ চেষ্টা করেছিলেন আমির খান!

186
0
ক্যাটরিনা যেন সালমানকে বিয়ে করেন

ক্যাটরিনা কাইফ ও সালমান খানের প্রেমকাহিনি একসময় ছিল বি-টাউনের সবচেয়ে আলোচিত বিষয়। প্রায় ৬ বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন, যা শুরু হয়েছিল ২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’ ছবির শুটিংয়ের আগেই। পর্দার পাশাপাশি বাস্তবেও তাঁদের জুটি হিসেবে দেখতে চেয়েছিলেন অসংখ্য ভক্ত। শুধু ভক্তরাই নয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও চাইতেন ক্যাটরিনা যেন সালমানকেই বিয়ে করেন! আর এই ইচ্ছা পূরণ করতে তিনি নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছুই চেয়েছিল!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শোনা যায়, সালমান খান আর ক্যাটরিনা কাইফের সম্পর্ক নাকি বিয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল! সালমান নাকি সত্যিই ক্যাটরিনাকে তাঁর জীবনসঙ্গী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু সবার জন্যই চমক হয়ে আসে তাঁদের হঠাৎ বিচ্ছেদের খবর। এই জনপ্রিয় জুটির সম্পর্ক ভেঙে যাওয়া ভক্তদেরও হতবাক করেছিল। একসময় যাঁরা ছিলেন বলিউডের সবচেয়ে আলোচিত রোম্যান্টিক জুটি, তাঁদের বিচ্ছেদ আজও অনুরাগীদের মনে প্রশ্নের ঝড় তোলে!

ক্যাটরিনা যেন সালমানকে বিয়ে করেন

২০১৩ সাল,ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল তাঁদের, আর এই খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এরই মধ্যে ‘ধুম ৩’ ছবির প্রচার চলাকালীন এক সংবাদ সম্মেলনে আমির খান মজার ছলে জানালেন, তিনি বহু চেষ্টা করেছেন সালমান খানের বিয়ের জন্য। ভাইজানকে বারবার অনুরোধ করেছেন বিয়ের জন্য, কিন্তু সালমান কিছুতেই শুনছেন না! সেই মুহূর্তে পাশে বসা ক্যাটরিনা পুরো ব্যাপারটা শুনলেও কোনো মন্তব্য করেননি, ছিলেন পুরোপুরি চুপ। সেই নীরবতাই যেন আরও বাড়িয়ে দিয়েছিল জল্পনা-কল্পনার আগুন!

এরপর এক সাংবাদিক ক্যাটরিনাকে সরাসরি প্রশ্ন করে বসলেন, সালমানের বিয়ে না করা নিয়ে তাঁর কী মতামত? প্রশ্নটা শুনে ক্যাটরিনার মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ফুটে উঠল। মুচকি হেসে, একটু দ্বিধাগ্রস্তভাবে বললেন, “এ নিয়ে আমার কিছু বলার নেই। আমতা আমতা করে আরও যোগ করলেন, “সত্যিই জানি না কী বলব… কিছু বলতে পারলে ভালো হতো, কিন্তু এ প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে।” ক্যাটরিনার এই প্রতিক্রিয়া যেন পরিস্থিতিটা আরও খানিকটা জটিল করে তুলেছিল!

ঠিক তখনই পাশ থেকে আমির খান মজা করে, কিন্তু খানিকটা আবেগঘন গলায় ক্যাটরিনাকে প্রশ্ন করে বসলেন, “আদৌ কখনও সালমানকে জিজ্ঞেস করেছ, ও বিয়ে করতে চায় কি না?” এই প্রশ্নে ক্যাটরিনা লজ্জায় পুরোপুরি কুঁকড়ে গেলেন। মুচকি হেসে কোনোরকমে বললেন, “আমি সত্যিই বাকরুদ্ধ। এ বিষয়ে আমার কিছুই বলার নেই!”

তখনই আমির খান, সবার সামনেই, প্রথম এবং শেষবারের মতো খানিকটা নরম গলায় প্রকাশ করেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চেয়েছিলেন এবং এখনও চান, সালমান ও ক্যাটরিনাকে স্বামী-স্ত্রী হিসেবে দেখতে। মিস্টার পারফেকশনিস্ট বলেন, “পর্দায় যেমন ওদের একসঙ্গে দেখতে ভালো লাগে, তেমনই বাস্তবেও চাই ওরা একসঙ্গে থাকুক।” আমিরের এই কথায় গোটা মঞ্চ যেন একটু থমকে গেল!

পাশে বসা ক্যাটরিনা তখন কিংকর্তব্যবিমূঢ়। প্রশ্ন ওঠে আমিরের মতো ক্যাটরিনাও কি তাই চান? সেদিন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি অভিনেত্রী।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিতে সালমান খান আর ক্যাটরিনা কাইফের জুটিকে দর্শক বেশ পছন্দ করেছিলেন। কিন্তু পর্দার পেছনে কীভাবে ছিল তাঁদের সম্পর্ক? শুটিংয়ের সময় সালমান-ক্যাটরিনার মধ্যে ছিল একরাশ অস্বস্তি আর টানাপড়েন। কারণ, ছবির শুটিং শুরু হওয়ার আগেই, ২০১০ সালের দিকে, তাঁদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে গিয়েছিল।

সম্প্রতি এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন ছবির পরিচালক কবির খান। এক সাক্ষাৎকারে তিনি জানান, “তখন তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, এবং তারা একে অপরের সঙ্গে খুব বেশি স্বতঃস্ফূর্ত ছিলেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here